NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

ইউক্রেনের জন্য ট্যাংক কিনতে ক্রাউডফান্ডিংয়ে টাকা তুলল চেক রিপাবলিক


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০৯:৩৯ পিএম

ইউক্রেনের জন্য ট্যাংক কিনতে ক্রাউডফান্ডিংয়ে টাকা তুলল চেক রিপাবলিক

আর্ন্তজাতিক ডেস্ক: ইউরোপের দেশ চেক রিপাবলিক ইউক্রেনের জন্য ট্যাংক কিনতে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে ১৩ লাখ ডলার তুলেছে। বিবিসি জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর জন্য আধুনিক মানের ট্যাংক কেনার জন্য এভাবে টাকা তোলা হয়েছে।

ক্যাম্পেইনটি চালানো হয়েছে 'পুতিনের জন্য একটি উপহার' শিরোনামে। তাতে মোট ১১ হাজার ২৮৮ জন অর্থ দিয়েছেন।

 

আয়োজকরা বলছেন, এভাবে ইউক্রেনের জন্য এটাই প্রথম অস্ত্র কেনার ঘটনা।

 

সোভিয়েত আমলের টি-৭২ ট্যাংক আধুনিক করে নাম দেওয়া হয়েছে টমাস। এটিই ইউক্রেনে পাঠানো হবে। ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে ট্যাংক কিনে ইউক্রেনে দেওয়ার বিষয়ে চেক রিপাবলিকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইউক্রেনের দূতাবাসের সমর্থন রয়েছে।

এক টুইট বার্তায় চেক রিপাবলিকের প্রতিরক্ষামন্ত্রী জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭০তম জন্মদিন ৭ অক্টোবর। তার জন্মদিন উপলক্ষে উপযুক্ত উপহার কিনেছেন (ক্রাউডফান্ডিংয়ে) অংশগ্রহণকারীরা।
সূত্র : বিবিসি।