NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভালো বাবা-মা হতে নিজেদের তৈরি করছেন রণবীর-আলিয়া!


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০২:৩০ এএম

>
ভালো বাবা-মা হতে নিজেদের তৈরি করছেন রণবীর-আলিয়া!

ভালো বাবা-মা হওয়ার জন্য নিজেদের তৈরি করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। একদিকে যেমন অনাগত সন্তানের জন্য ঘর সাজাচ্ছেন, অন্যদিকে পড়ছেন বিভিন্ন রকমের বই।

বুধবার ৪০-এ পা দিয়েছেন রণবীর কাপুর। জন্মদিনের দিনই ভাইরাল হয়েছে তার একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, ‘আলিয়া আজকাল খুব সিরিয়াস। সন্তানকে কীভাবে বড় করবে এখন সারাদিন তা নিয়ে বিভিন্ন বইপত্র পড়ছে। শুধু তাই নয়, আমাকেও সেই বই পড়তে চাপ দিচ্ছে, আমিও পড়েছি। আলিয়াকে বুঝিয়েছি, বই পড়ে সন্তানকে বড় করা যায় না। তবে কে কার কথা শোনে।’

বক্স অফিসে ‘ব্রহ্মাস্ত্র’ ছবি সুপারহিট। কয়েকদিনের মধ্যেই রণবীর-আলিয়ার সংসারে আসবে নতুন অতিথি। এসব নিয়েই মেতে আছেন বলিউডের এই তারকা দম্পতি।

সম্প্রতি আরেকটি সাক্ষাৎকারে আলিয়াকে নিয়ে মজা করেন রণবীর। সেখানেই তিনি জানান, ‘আলিয়া পুরো বিছানাজুড়ে শুয়ে থাকে। আর আমি এক কোণায় পড়ে থাকি। সারারাত আলিয়া বিছানায় ঘুরতে থাকে! বেশিরভাগ রাতেই আমার একেবারে ঘুম হয় না।’