NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ফ্লাইট যা‌চ্ছে আজ


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০৩:১৬ এএম

>
চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ফ্লাইট যা‌চ্ছে আজ

করোনাভাইরাসের কার‌ণে দীর্ঘ‌দিন বন্ধ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থীদের চী‌নে যাওয়া শুরু হ‌চ্ছে। শিক্ষার্থী‌দের নি‌য়ে প্রথম ফ্লাইট‌টি সোমবার (২৬ সেপ্টেম্বর) চী‌নের উদ্দেশে যাত্রা শুরু কর‌বে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা যায়। মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, করোনার কার‌ণে দেশে এসে আটকেপড়া শিক্ষার্থী‌রা চী‌নে পড়া‌শোনা কর‌তে যে‌তে পার‌ছিল না। কূট‌নৈ‌তিক প্রচেষ্টায় দীর্ঘ‌দিন পর চীন বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের নি‌তে রা‌জি হ‌য়ে‌ছে। সোমবার এক‌টি চার্টার্ড ফ্লাই‌টে শিক্ষার্থী‌দের এক‌টি দল চী‌নে যা‌বে।

শনিবার চীনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত লি জিমিং জানান, মহামারি চলাকালে আটকেপড়া বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে আমরা ভিসা দেওয়া পুনরায় শুরু করেছি। তাদের জন্য নির্ধারিত ছয়টি চার্টার্ড ফ্লাইট চালু হবে। এর মধ্যে প্রথম ফ্লাইট সোমবার (২৬ সেপ্টেম্বর) যাত্রা করবে।

গত ১১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী ২৬ সেপ্টেম্বর চার্টার্ড ফ্লাইটে শিক্ষার্থীদের প্রথম ফ্লাইট ঢাকা থেকে কুমিংয়ের উদ্দেশে রওনা করবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় ফ্লাইটি তার দুদিন পর শিক্ষার্থীদের নিয়ে ঢাকা থেকে চীনের গুয়াংজুতে যাবে। পরের মাসে দুটি ফ্লাইট (১০ ও ২৪ অক্টোবর) ঢাকা থেকে কুমিং যাবে। একই মাসে দুটি ফ্লাইট (১২ ও ২৬ অক্টোবর) ঢাকা থেকে চীনের গুয়াংজুতে যাবে।

প্রায় দেড় হাজার শিক্ষার্থী চার্টার্ড ফ্লাইটে চীনে ফিরে যাবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে আরও চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল মন্ত্রণালয়।