NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ফ্রি ফ্লু ভ্যাকসিন কর্মসূচি


খবর   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ০৯:৩২ এএম

নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ফ্রি ফ্লু ভ্যাকসিন কর্মসূচি
নিউইয়র্কে মানবাধিকার উন্নয়ন সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ফ্রি টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গত ১৭ সেপ্টেম্বর শনিবার। বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের একটি অফিস মিলনায়তনে ওয়াল গ্রীন ফার্মাসির ভ্যাকসিন সরবরাহ ও টিকাদানে টেকনিক্যাল সাপোর্ট এবং স্পন্সরশীপে এই কর্মসূচি পালন করে হিউম্যান সাপোর্ট কর্পোরেশন।  হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামলীলীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলীর সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলা সিডি প্যাপ সার্ভিসের স্বত্ত্বাধিকারী আবু জাফর মাহমুদ। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল, কার্যকরী সদস্যা শাহানারা রহমান, জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, শো টাইম মিউজিকের স্বত্ত্বাধিকারী আলমগীর খান আলম, ইকে টেকনোলোজির স্বত্ত্বাধিকারী আ: কাদের মিয়া, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সাধারণ সম্পাদক তপন কুমার সেন ও যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী প্রমুখ। ওয়াল গ্রীন ফার্মাসির ম্যানেজার কার্তিজা সাহ্ নিজে ইনজেকশন পুশ করে টীকাদান কর্মসূচিতে সহায়তা করেন। আয়োজক সংগঠনের সভাপতি বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী দ্য বেস্ট হোপ রিয়েলটি ইন্েেকর ব্রোকার ও মাল্টি সার্ভিস প্রোভাইডার মূলধারার রাজনীতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রটিক সোসাইটি ইউএসএ’র সভাপতি, সমাজকর্মী মোঃ সোলায়মান আলী জানান, তারা ধারাবাহিকভাবে প্রতি বছর “মানুষ মানুষের জন্য” শ্লোগানে ক্রমবর্ধমান কমিউনিটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতীকি হিসেবে এই কর্মসূচি পালন করে আসছেন। মোঃ সোলায়মান আলী নিজে টিকা নিতে ও অন্যকে নিতে উৎসাহিত করার আহ্বান জানিয়ে বলেন, কমিউনিটিতে স্বাস্থ্য সচেতনতা তৈরিতে ও যাদের হেল্থ ইন্সুরেন্স নেই তাদের জন্য এই কর্মসূচি সহায়তা করে। যারা তাদের এই সংস্থাটির আয়োজনে টিকা নিতে পারেননি তারা নিজ নিজ ডাক্তারের অফিস বা ক্লিনিকে গিয়ে এই টীকা নিতে পারবেন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর উত্তর আমেরিকায় ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে হাজারের অধিক লোক মারা যান। হিউম্যান সাপোর্ট কর্পোরেশন পর্যায়ক্রমে বিগত নয় বছর যাবত কমিউনিটির সেবায় এই কর্মসূচি পালন করে আসছে। মানুষের সেবাই তাদের মূখ্য উদ্দেশ্য। মো: সোলায়মান আলী জানান, বিপুল সংখ্যক মানুষ এই কর্মসূচিতে অংশ গ্রহণ করে টিকা গ্রহণ করেন। কমিউনিটির নি:স্বার্থ সেবার লক্ষ্যে আগ্রহীদের স্ব স্ব উদ্যোগে এই সংগঠনের সদস্য বা স্বেচ্ছাসেবক হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই সংগঠনের নতুন সদস্য বা ভলান্টিয়ার সংগ্রহ অভিযান চলছে। নেতৃবৃন্দের সাথে ৩৪৭-২৩৬-২৭৩৭ নম্বরে বা ৩৭-২২ ৭৩ স্ট্রিট সুইট ২জি, জ্যাকসন হাইটসে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করেছেন তিনি। এ টিকাদান কর্মসূচিতে মিডিয়া কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক এবং নিউজ২৪ইউএসএ.কম’র প্রধান সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ইত্তেফাক ও ঠিকানা’র বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, এটিএন বাংলার সাংবাদিক আপেল মাহমুদ ও নিউইয়র্ক বার্তা প্রধান কানু দত্ত, চ্যানেল আই’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ, টিবিএন২৪’র বিশেষ প্রতিনিধি শামীম আহমেদ, বিডিইয়র্ক’র সম্পাদক শাহ্ ফারুক ও তুষার পিক’র এমবি তুষার। ফ্রি ফ্লু ভ্যাকসিন কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সভাপতি মোঃ সোলায়মান আলী।