NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

ম্যাসাচুয়েটস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নজরুল গবেষক ড. উইনস্টন ল্যাঙলি -এর সাথে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের বৈঠক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৪ পিএম

ম্যাসাচুয়েটস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নজরুল গবেষক ড. উইনস্টন ল্যাঙলি -এর সাথে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের বৈঠক
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ১১ সেপ্টেম্বর ২০২২ ম্যাসাচুয়েটস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উইনস্টন ল্যাঙলি এর সাথে এক বৈঠকে অংশগ্রহন করেন। পশ্চিমা বিশ্বে যারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা করেছেন তাদের মধ্যে ড. ল্যাঙলি অন্যতম। তিনি “Kazi Nazrul Islam:” The voice Poetry and the struggle for human wholeness” নামে একটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছেন। বৈঠকে ড. ইসলাম ও ড. ল্যাঙলি বিংশ শতাব্দীর বিস্ময়কর সাহিত্য প্রতিভা কাজী নজরুল ইসলাম এর জীবন ও কর্ম নিয়ে বিশদ আলোচনা করেন। নজরুল কল্পনা করেছেন সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়া এক সমাজের, যেখানে নেই শোষণ, বৈষম্য, নির্যাতন আর সাম্প্রদায়িক ভেদ; বলে তারা অভিমত প্রকাশ করেন। “গাহি সাম্যের গান – মানুষের চেয়ে বড় কিছু নাই , নহে কিছু মহীয়ান” উদ্ধৃতি পূর্বক কনসাল জেনারেল বলেন, চেতনার কবি, মূল্যবোধের কবি, সাম্যের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুলের বিদ্রোহী সত্তার মূলে ছিল মানবতার প্রতি গভীর শ্রদ্ধাবোধ। আর এই মানবতার অপমান তিনি যখন যেখানে দেখেছেন, বিদ্রোহে মুখর হয়েছেন। তিনি যোগ করেন, মানব জীবনের গভীরতম উপলব্ধসিমূহ নিয়ে; আর্ত, নির্যাতিত বিশ্ব-মানবের বেদনার সুর তার কাব্যের ভিতর অনুরণিত হয়ছে। মানুষের রাজনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রের বৈষম্য ও অসঙ্গতি তাকে প্রবল্ভাবে আলোড়িত করেছে। সমাজের এই অচলায়তন ভাঙতে ও সাম্য প্রতিষ্ঠায় রচনা করেছেন বহু গান ও কবিতা। বাংলাদেশীদের চিন্তা-চেতনায়, মননে, উদার জীবনাচরণে কবি নজ্রুলের লেখনীর প্রভাবের কথা কনসাল জেনারেল ড. ল্যাঙলিকে অভিহিত করেন। তিনি বলেন, নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক, সৃষ্টিশীল প্রতিভার অধিকারী; চির মুক্তিকামী এই কবি বিশ্বমানবের জন্য প্রতিনিয়ত নূতন শক্তি, নূতন প্রেরণা, নূতন আলোর বার্তাবাহক। কনসাল জেনারেল র্বতমান বিশ্ব-পরস্থিতি ও প্রেক্ষাপটে নজরুলের লেখার উপযোগিতা ও প্রাসঙ্গকিতা এভাবেই ল্যাঙলি-র সামনে উপস্থাপন করেন। ড. ল্যাঙলি কনসাল জেনারেলের কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিশ্ব মানবতার প্রতি নজরুলের কবিতায় যে তীব্র অনুভূতি ব্যক্ত হয়েছে তা সত্যইি বিস্ময়কর বলে মন্তব্য করেন। নজরুল ইসলামকে একজন সত্যিকারের ’গ্লোবালিস্ট’ আখ্যা দিয়ে তার চিন্তা-চেতনা ও দর্শনকে বিশ্বময় ছড়িয়ে দিতে তার প্রচেষ্টা ও প্রত্যয়ের কথা পূনঃব্যক্ত করেন। নতুন প্রজন্মের বাংলাদেশী আমেরিকানসহ মূলধারার তরুন প্রজন্মকে নজরুলের লেখনীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজনীয়তার উপর তিনি জোর গুরুত্ব আরোপ করেন। নজরুলের উদার, বিশ্বজনীন বার্তা সারা বিশ্বে বিশেষতঃ আমেরিকায় ব্যাপকভাবে প্রসারের লক্ষ্যে আগামীতে বাংলাদেশ কনস্যুলেট, নিউইয়র্ক ড. ল্যাঙলির সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে আলোচনার সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি