NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

চট্টগ্রাম থেকে ব্যাংকক ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট চালুর আহ্বান


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ০৮:৩৯ এএম

>
চট্টগ্রাম থেকে ব্যাংকক ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট চালুর আহ্বান

সরকারের ভিশন ২০৪১ সালের উন্নত দেশ বিনির্মাণে চট্টগ্রামকে ঘিরে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। ফলে চট্টগ্রামে যেমন বিদেশি বিনিয়োগকারীরা আসছেন তেমনি আমদানি, রপ্তানি, চিকিৎসা ও ভ্রমণের কারণে চট্টগ্রাম থেকে থাইল্যান্ড ও ভারতে যাত্রীর সংখ্যা অনেকগুণ বেড়েছে।

এই প্রেক্ষাপট বিবেচনায় ঢাকা-চট্টগ্রাম-ব্যাংকক ও চট্টগ্রাম-কলকাতা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর প্রতি আহ্বান জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান চেম্বার সভাপতি।

বুধবার ( ১৪ সেপ্টেম্বর) চিটাগং চেম্বার থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

চিঠিতে মাহবুব আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে চট্টগ্রামের উন্নয়নের দায়িত্বভার নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। যার ফলশ্রুতিতে বৃহত্তর চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর, মহেশখালী পাওয়ার হাব, বঙ্গবন্ধু টানেল, বে-টার্মিনাল, বিমানবন্দর থেকে লালখান বাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ইত্যাদি মেগা প্রকল্পের বাস্তবায়নের পথে। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের শাসনামলে অন্য যেকোনো সময়ের তুলনায় বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। বৃদ্ধি পেয়েছে বিদেশি ব্যবসায়ীদের সরাসরি বিনিয়োগও। অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণে বৃদ্ধির ফলে এসেছে নানা যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে বিদেশগামী বিশেষ করে থাইল্যান্ড ও ভারতে ব্যবসায়ী, চিকিৎসা প্রত্যাশী ও পর্যটকের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ঢাকা থেকে থাইল্যান্ড ও ভারতে প্রতিদিন ফ্লাইট থাকলেও চট্টগ্রাম থেকে সরাসরি বিমানের কোনো ফ্লাইট নেই। এতে করে বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামে আসতে গেলে অথবা চট্টগ্রাম থেকে ব্যবসায়ী ও চিকিৎসা প্রত্যাশীরা এসব দেশে যেতে হলে ঢাকা হয়ে যাতায়াত করতে হচ্ছে। যা সময় ও অর্থ অপচয়ের পাশাপাশি অনেকটা ভোগান্তিরও। 

তাই, উক্ত রুটে ক্রমবর্ধমান যাতায়াতকারীর সংখ্যা ও চাহিদা বিবেচনায় সরাসরি ফ্লাইট চালুর ব্যবস্থা জরুরি প্রয়োজন। অন্যথায়, চট্টগ্রামকে ঘিরে প্রধানমন্ত্রীর বৃহত্তর অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ বাধাগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।

বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ঢাকা থেকে ব্যাংকক ও কলকাতা বিমানের যে ফ্লাইট চলমান রয়েছে তা চট্টগ্রাম হয়ে অর্থাৎ ঢাকা-চট্টগ্রাম-ব্যাংকক ও চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট (অন্তত সপ্তাহে তিন দিন) চালুর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।