NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী নিয়োগ - প্রেস সচিব সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কী হবে? ইসরায়েলে এখনো নিয়ন্ত্রণে আসেনি দাবানল, ক্ষয়ক্ষতি বাড়ছেই বলিউডের উন্নতির জন্য যেসব পরামর্শ দিলেন আমির খান গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী
Logo
logo

অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন ইমরান খান


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৬:১০ এএম

>
অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী একটি বিমান অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। শনিবার মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই প্রধানকে বহনকারী বিমান জরুরি অবতরণ করেছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান বলেছে, এক সমাবেশে যোগ দিতে শনিবার বিশেষ একটি বিমানে করে গুজরানওয়ালা যাচ্ছিলেন ইমরান খান। পরে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় পাইলট কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে বিমানটি নিরাপদে অবতরণ করেন। বিমানের জরুরি এই অবতরণের পর ইমরান খান সড়কপথে গুজরানওয়ালা যান।

পিটিআইয়ের নেতা আজহার মাশওয়ানির বরাত দিয়ে ডেইলি পাকিস্তান বলেছে, বৈরী আবহাওয়ার কারণে উড্ডয়নের পরপরই ইমরান খানকে বহনকারী বিমান ইসলামাবাদে জরুরি অবতরণ করেছে। তবে বিমানের যান্ত্রিক ত্রুটির খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন পিটিআইয়ের এই নেতা।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান তার সঙ্গে একাত্মতা প্রকাশ করতে শনিবার দেশের বিভিন্ন প্রান্তে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছিলেন।

গুজরানওয়ালায় সমাবেশে পিটিআইয়ের এই চেয়ারম্যান দেশটির ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কথা বলেন। এ সময় পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে দেশটির বর্তমান সরকার দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জিন্নাহ স্টেডিয়ামে দেওয়া ভাষণে ইমরান খান বলেছেন, ‘আমি সেই সব মানুষের সামনে বক্তৃতা করছি, যাদের ক্ষমতা আছে।’

‘আমি ক্ষমতাসীন সরকারকে বলতে চাই... এই সরকার যেভাবে দেশ ও অর্থনীতিকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে... আমি জানি আপনারা নিজেকে নিরপেক্ষ বলবেন, কিন্তু দেশ যেভাবে খারাপ হচ্ছে তার জন্য এই জাতি আপনাদের দায়ী করবে। তারা আপনাদের জবাবদিহিতার মুখোমুখি করবে।’

গত ২০ আগস্ট দলীয় সমাবেশে ইসলামাবাদ হাইকোর্টের এক নারী বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে  সন্ত্রাসবাদের মামলা হয়েছে। সন্ত্রাসবাদের মামলায় সাবেক এই পাক প্রধানমন্ত্রী বর্তমানে জামিনে আছেন। আগামী ১২ সেপ্টেম্বর তার জামিনের মেয়াদ শেষ হবে।