খবর প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৩, ১২:৫২ এএম
দারুণ উত্তেজনা আর অনিশ্চয়তাই ভর করার কথা এশিয়া কাপের সুপার ফোরের শেষ দুই ম্যাচে। সেখানে সেই দুই ম্যাচই হয়ে গেছে নিয়ম রক্ষার। সেই দুই লড়াইয়ের একটিতে আজ ভারত-আফগানিস্তান মুখোমুখি। দুই দলের এশিয়া কাপ শেষ হয়ে গেলেও এই ম্যাচ হয়ে দাঁড়িয়েছে সুপার ফোর থেকে সান্ত্বনার একটা জয় নিয়ে ঘরে ফেরার ম্যাচ।
এমন এক ম্যাচেও টসভাগ্যটা সঙ্গ দেয়নি ভারতের। সুপার ফোরে ভারতের আগের দুই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা হেরেছিলেন টসে। আজ নিয়মরক্ষার ম্যাচে তিনি বিশ্রাম নিয়েছেন আসন্ন ঠাসা সূচিকে সামনে রেখে। তার বদলে যিনি ভারতকে নেতৃত্ব দিচ্ছেন আজ, সেই লোকেশ রাহুলও টসে হেরেছেন আজ।
আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। অবশ্য রাহুল জানিয়েছেন, টস জিতলে ব্যাট করার সিদ্ধান্তই তিনি। নিজেদের আরও একবার চ্যালেঞ্জের মুখে বাজিয়ে দেখতে চাইতেন।
নিয়মরক্ষার ম্যাচে ভারত নিজেদের দলে এনেছে সব মিলিয়ে তিনটি পরিবর্তন। অধিনায়ক রোহিত তো বটেই, হার্দিক পান্ডিয়া আর যুজবেন্দ্র চাহালকেও বিশ্রাম দিয়েছে দলটি। তাদের বদলে দলে এসেছেন দীনেশ কার্তিক, অক্ষর পাটেল ও দীপক চাহার।
আফগানিস্তান মাত্র গতকালই একটা ম্যাচ খেলেছে। তাই দলটির একাদশে পরিবর্তন আসবে বলেই ধারণা করা হচ্ছিল। তবে আফগানরা সে পথে হাঁটেনি। অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে এই ম্যাচে।
ভারত একাদশ:
লোকেশ রাহুল (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, দীপক হুডা, অক্ষর পাটেল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আরশদীপ সিং, দীপক চাহার
আফগানিস্তান একাদশ:
হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমাতউল্লাহ উমারজাই, নাভিন-উল-হক, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি