NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

নিউইয়র্কের ব্রঙ্কসে কুরআন খতম, দোয়া-মাহফিল, সর্ব ধর্মীয় উপাসনা ও তবারক বিতরণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম

নিউইয়র্কের ব্রঙ্কসে কুরআন খতম, দোয়া-মাহফিল, সর্ব ধর্মীয় উপাসনা ও তবারক বিতরণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন
নিউইয়র্কের ব্রঙ্কসে পবিত্র কুরআন খতম, দোয়া-মাহফিল, সর্ব ধর্মীয় উপাসনা, আলোচনা সভা ও তবারক বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশের ‘জাতীয় শোক দিবস’ কর্মসূচি। গত ২০ আগস্ট ব্রঙ্কসের ওয়েস্টচেস্টার এভিনিউ এলাকায় বাংলা টাউন সুপার মার্কেটের সামনে যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ’র আয়োজনে ‘জাতীয় শোক দিবস’র এ কর্মসূচি পালিত হয়। যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের সম্মিলিত স্বপক্ষ শক্তির সার্বিক সহযোগতিায় আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কুরআন খতম শেষে দোয়া পরিচালনা করেন মসজিদ বেলালের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ’র আহ্বায়ক আবদুর রহিম বাদশা সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ জামাল হোসেনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবাইর রাশিদ। এসময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এ আয়োজনে উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন কায়ছারুজ্জামান কয়েস, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সানাউল্লাহ, মো. নুর উদ্দিন ও আমিনুল হক চুন্নু, সদস্য সচিব কাজী রবি-উজ-জামান, যুগ্ম সদস্য সচিব পল্লব সরকার ও লায়েক আহমেদ, প্রধান সমন্বয়কারী নুরুল ইসলাম মিলন, যুগ্ম সমন্বয়কারী জামাল আহমেদ, মঈজুর লস্কর জুয়েল এবং ছালা উদ্দিন। তবারক বিতরণকালে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান ও তোফায়েল চৌধুরী, নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলের ফার্স্ট সেক্রেটারী প্রসন্ত কুমার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নব নির্বাচিত সভাপতি বদরুল খান, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ’র প্রধান সমন্বয়কারী সাইদুর রহমান লিংকন, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম আবু নাছির, আওয়ামী লীগ নেতা হাজী এনাম, মোহাম্মদ আলী সিদ্দিকী, সোলায়মান আলী, মিসবাহ আহমদ, ফরিদ আলম,  কফিল চৌধুরী, আব্দুল ওয়াদুদ, শাহীন কামালী, এইচ এম ইকবাল, জুয়েল আহমদ, নাফিউর রহমান তুরান, শিপু চৌধুরী, শ্যামল কান্তি চন্দ, আলমগীর মোল্লা, জালাল উদ্দিন জলিল, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া, সদ্য বিদায়ী সভাপতি আবুল খায়ের আখন্দ ও নবনির্বাচিত সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, বাছির খান, আবদুর রব হাওলাদার, আবদুর রহমান সহ আওয়ামীলীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে পবীত্র গীতা থেকে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ গোপ। বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সদস্যরা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছেন। বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনীরা বিদেশে পালিয়ে রয়েছে উল্লেখ করে বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে মার্কিন সরকারের সুদৃষ্টি কামনা করেন। সভাপতির বক্তব্যে আব্দুর রহিম বাদশা ‘জাতীয় শোক দিবস’র কর্মসূচি সফল করার জন্য উদযাপন কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।