NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

মিথিলার কণ্ঠে ‘বিরহের’ গান!


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৮:৪২ এএম

>
মিথিলার কণ্ঠে ‘বিরহের’ গান!

দেশের জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেতা তাহসানের সঙ্গে প্রায় যুগ সংসার করেছিলেন। হয়েছেন একটি কন্যা সন্তানের মা। এরপর বিবাহবিচ্ছেদ এবং বিচ্ছেদের দু’বছর পর ভারতের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে। হ্যাঁ, তিনি রাফিয়াত রশিদ মিথিলা।

দ্বিতীয় বিয়ের পর থেকে সংসার নিয়ে সুখেই আছেন মিথিলা। স্বামী-কন্যাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আবার নিজের কর্মব্যস্ত ক্যারিয়ারেও সময় দিচ্ছেন নিয়মিত।

তবে হঠাৎ মিথিলার কণ্ঠে শোনা গেল ‘বিরহের’ সুর! আবছা আলোয় একান্তে বসে গিটার বাজিয়ে গান গেয়েছেন তিনি। সে গানের কথায় মিশে আছে দুঃখ-বিরহ, হাহাকার আর প্রিয়জনের প্রতি ভালোবাসার বাণী।

গানটির শিরোনাম ‘সে সামথিং’। গানের কথাগুলো কিছুটা এমন- ‘কিছু বলো, আমি তোমার ওপর হাল ছেড়ে দিচ্ছি/ একমাত্র আমি থাকব, যদি তুমি আমাকে চাও/’। এটি মূলত মার্কিন সংগীত জুটি ‘আ গ্রেট বিগ ওয়ার্ল্ড’-এর গান। এই জুটির আসল নাম আয়ান এক্সেল ও চ্যাড কিং।

মিথিলা অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও তিনি গানেও পারদর্শী। সাবেক স্বামী তাহসানের সঙ্গেও গান করেছিলেন তিনি। তবে অনেকদিন ধরে তাকে গানে পাওয়া যায় না। মাঝেমধ্যে নিজের মতো গান গেয়ে থাকেন। কিন্তু ব্যস্ততার কারণে সেই সুযোগও নিয়মিত হয়ে ওঠে না। ফলে অনেকদিন পরই মিথিলার কণ্ঠে গান শোনার সুযোগ পেলেন ভক্তরা।

এ বছরই বড় পর্দায় মিথিলার অভিষেক হয়েছে। একসঙ্গে দুই বাংলায় দুটি সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছেন তিনি। গত ১৭ জুন দেশে মুক্তি পায় তার অভিনীত ‘অমানুষ’, একইদিন পশ্চিমবঙ্গে তার ‘আয় খুকু আয়’ মুক্তি পেয়েছিল।

সম্প্রতি নতুন একটি সিনেমার কাজে যুক্ত হয়েছেন মিথিলা। যেটার নাম ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণ করছেন লুবনা শারমিন। শিশুতোষ গল্পের এই সিনেমায় মিথিলার সঙ্গে কয়েকজন শিশুশিল্পী আছেন।