NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন - প্রধান উপদেষ্টা ইসরায়েলের সামনে ত্রিমুখী সংকট, আগুনে ঘি ঢালছেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হলে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’ সুরক্ষা পাবে কানাডা বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র-কানাডার সম্পর্ক নিয়ে যা বললেন রাজা তৃতীয় চার্লস স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুধু ভালো ক্রিকেট নয়, আমাদের স্মার্ট হতে হবে: লিটন শুটিং সেটে কারিশমার সঙ্গে মারামারি নিয়ে যা বললেন রাভিনা প্রধান উপদেষ্টার জাপান সফরসূচিতে যা যা থাকছে
Logo
logo

হার্ভার্ডে বেলজিয়ামের ভবিষ্যৎ রানি এলিজাবেথের পড়াশোনায় ট্রাম্পের বাধা


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৫, ১০:০৫ এএম

হার্ভার্ডে বেলজিয়ামের ভবিষ্যৎ রানি এলিজাবেথের পড়াশোনায় ট্রাম্পের বাধা

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞার কারণে অন্য অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাশাপাশি বিপাকে পড়েছে বেলজিয়ামের রাজপরিবার।

বেলজিয়ামের ভবিষ্যৎ রানি প্রিন্সেস এলিজাবেথ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার মাস্টার্স প্রোগ্রামের প্রথম বর্ষ শেষ করেছেন। তবে ট্রাম্পের নিষেধাজ্ঞায় ২৩ বছর বয়সী রাজকুমারী এলিজাবেথের পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার (২২ মে) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করার অধিকার বাতিল করে দেয়।

পাশাপাশি, যারা ইতিমধ্যে সেখানে পড়ছেন, তারা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরিত হওয়া অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন হারানোর ঝুঁকিতে আছেন।

 

বেলজিয়াম রয়্যাল প্যালেসের মুখপাত্র লোর ভান্ডোর্ন বলেন, ‘প্রিন্সেস এলিজাবেথ মাত্র প্রথম বছর শেষ করেছেন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের প্রভাব আগামী কিছুদিন বা সপ্তাহে আরো পরিষ্কার হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

 

প্যালেসের যোগাযোগ পরিচালক জাভিয়ের বায়ার্ট বলেন, ‘আমরা বর্তমানে পরিস্থিতি বিশ্লেষণ করছি এবং বিষয়টি স্থির হতে দিচ্ছি। সামনে আরো অনেক কিছু ঘটতে পারে।’

প্রিন্সেস এলিজাবেথ হার্ভার্ডে পাবলিক পলিসি বিষয়ে পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, এটি একটি দুই বছরের মাস্টার্স প্রোগ্রাম।

এই প্রোগ্রামে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করা হয় এবং জনসেবায় দক্ষতা উন্নত করে। 

 

এলিজাবেথ বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি ম্যাথিল্ডের বড় সন্তান এবং রাজসিংহাসনের উত্তরাধিকারী। হার্ভার্ডে ভর্তি হওয়ার আগে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাজনীতি বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি প্রতিশোধমূলক পদক্ষেপ।

ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড।

মামলার ভিত্তিতে আদালত আপাতত প্রশাসনের নিষেধাজ্ঞা স্থগিত করেছে।