NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ২২, ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা প্রত্যাবাসনে গত সাত মাসে যে কাজ হয়েছে ৭ বছরেও তা হয়নি মানুষের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার ট্রাম্পের কাছে এবার অপমানিত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৩, পশ্চিম তীরে কূটনীতিকদের লক্ষ্য করে গুলি যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছাড়ার পেছনে কোনো ইস্যু নেই: উপদেষ্টা ভারতের বিধি-নিষেধ আমাদের জন্য আত্মনির্ভরশীলতার সুযোগ : আসিফ মাহমুদ ট্রাম্পের করছাড়: বাজেট বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেটেলারদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা গাজায় ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে শিশুরা, চাপ বাড়লেও থামছে না ইসরায়েল
Logo
logo

ফিরলেন পারভেজ ইমন, বাদ পড়লেন শান্ত


খবর   প্রকাশিত:  ২১ মে, ২০২৫, ১০:০৫ পিএম

ফিরলেন পারভেজ ইমন, বাদ পড়লেন শান্ত

প্রথম ম্যাচে সেঞ্চুরি করে একাই বাংলাদেশকে জিতিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। ২০১৬ সালে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। তার ৯ বছর পর দ্বিতীয় সেঞ্চুরি এলো পারভেজ হোসেন ইমনের ব্যাটে। সেই ইমনকেই বাদ দেয়া হলো দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে।

কেন ইমন নেই? এই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলে বিসিবি থেকে জানানো হয়, ইনজুরিতে ভুগছিলেন ইমন। দ্বিতীয় ম্যাচটি খেলার কথা থাকলেও ঝুঁকি এড়াতে তাকে একাদশে রাখা হয়নি। পরিবর্তে দলে আনা হয় নাজমুল হোসেন শান্তকে। তিনি ব্যাট হাতে করেছিলেন ২৭ রান।

 

শারজায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। বাদ দেয়া হয়েছে নাজমুল শান্তকে। বাদ পড়েছেন নাহিদ রানা এবং তানভির ইসলাম। এ দু’জনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ এবং সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।

আগের ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল নাহিদ রানার। কিন্তু অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি তিনি। ২টি উইকেট নিলেও ৪ ওভারে বেদম পিটুনি খান। হজম করেন ৫০ রান।

 

বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ।

আরব আমিরাত একাদশ

 

 

 

মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আকিফ রাজা, আলিশান শরাফু, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পারাসার, মুহাম্মদ জোহাইব, হায়দার আলি, এথান ডি’সউজা, মাতিউল্লাহ খান, সগির খান।