NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী ৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার ভাড়া কমানোর আহ্বান বেবিচকের, সায় দিলো এয়ারলাইনগুলো কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও
Logo
logo

৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের

এবার ভারত-পাক উত্তপ্ত পরিবেশে কানের লাল গালিচায় ভারতীয় তারকাদের খুব একটা দেখা যাচ্ছে না। যদিও বাহারি সাজপোশাকে কানে নিয়ে এরই মধ্যে উর্বশী রাউতেলা আলোচিত সমালোচিত হয়েছেন। এদিকে হেয়ারস্টাইলিংয়ে স্বর্ণযুগের নায়িকা মধুবালা, বৈজয়ন্তীবালা, ওয়াহিদা রহমান থেকে শুরু করে রেখা-শ্রীদেবীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নজর কেড়েছেন ‘লাপাতা লেডিজ’র ফুলকুমারী নীতাংশী গোয়েল।

ভারতীয় শোবিজের নবীন প্রজন্মের সদস্যদের পাশাপাশি কানের কার্পেটে হাজির ৭০ বছর বয়সের অনুপম খের। পরনে কালো কোর্ট-প্যান্ট-বো। লাল গালিচায় দাঁড়িয়ে পশ্চিমী বিনোদন অঙ্গনের ফটো সাংবাদিকদের উদ্দেশে হাত নেড়ে, চুমু ছুড়ে অভিবাদন জানালেন বলিউডের প্রবীণ অভিনেতা। ‘তানভি দ্য গ্রেট’ সিনেমাটির স্ক্রিনিংয়ের সুবাদেই কান চলচ্চিত্র উৎসবে অভিষেকের সুযোগ পেলেন অনুপম খের। শুধু তাই নয়, কানের রেড কার্পেটে হেঁটে নিজের শিকড়ের জয়গানও গাইলেন।

 

৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের

ইনস্টাগ্রামে প্রবীণ অভিনেতার শেয়ার করা ভিডিওতে দেখা গেল তিনি আইকনিক প্রেক্ষাগৃহ ‘টু প্রসিকিউটর’র গর্ভগৃহে দাঁড়িয়ে রয়েছেন। সেখান থেকেই তিনি বললেন, ‘আমি হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছি। আর এই কথাটা সবার কাছে বলে বেড়াই। কারণ আপনার ব্যাকগ্রাউন্ড কী? সেটা বড় কথা নয়। নিজের শিকড়কে আঁকড়ে রেখেও স্বপ্নপূরণ করা যায় কিংবা জীবনে সাফল্যের মুখ দেখা যায়। এটাই আসল কথা।’

 

৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের

আগামী ১৭ মে কানের অলিম্পিয়া ২ থিয়েটারে দেখানো হবে অনুপম খের অভিনীত ‘তানভি দ্য গ্রেট’। তার আগেই কানের পৌঁছে ৭০ বছর বয়সী বলিউড অভিনেতার মন্তব্য, ‘সৎভাবে কঠোর পরিশ্রম করলে আর ইতিবাচক মনোভাব থাকলে সাফল্য ধরা দিতে বাধ্য।’