NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী ৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার ভাড়া কমানোর আহ্বান বেবিচকের, সায় দিলো এয়ারলাইনগুলো কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও
Logo
logo

সমালোচিত নায়িকা, ‘দ্য রয়্যালস’ সিরিজের ১১টি ভুল


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৫, ০৯:০৫ এএম

সমালোচিত নায়িকা, ‘দ্য রয়্যালস’ সিরিজের ১১টি ভুল

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে ইশান খট্টর ও ভূমি পেডনেকর অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’। এটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সিরিজটিতে বাজে অভিনয়ের জন্য তুমুল সমালোচনার মুখে পড়েছেন ভূমি। অনেক দর্শক রিভিউ দিতে গিয়ে লিখছেন, সিরিজটিতে ভূমিকে কাস্ট করাটা অনেক বড় মিসটেক হয়েছে। ইশানের সঙ্গে তার অভিনয়ের অনেক পার্থক্য চোখে পড়েছে।

এছাড়া ভারতীয় রাজপরিবার নিয়ে তৈরি এই সিরিজে একাধিক ঐতিহাসিক বিকৃতি এবং ভুল উপস্থাপনার অভিযোগ তুলেছে হেরিটেজ প্ল্যাটফর্ম ‘রয়্যাল ফেবলস’।

 

প্ল্যাটফর্মটি ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে লিখেছে, সিরিজটি ভারতের ৫৬৫টি প্রাক্তন রাজ্য এবং তাদের উত্তরসূরিদের ভুলভাবে উপস্থাপন করেছে। আধুনিক রাজপরিবারগুলোকে এখানে গরিব, অলস ও অপ্রাসঙ্গিক দেখানো হয়েছে। এসব তথ্য সবই মনগড়া এবং বাস্তবতা থেকে অনেক ভিন্ন।

‘রয়্যাল ফেবলস’-এর অভিযোগ অনুযায়ী সিরিজে অন্তত ১১টি বড় ভুল রয়েছে। সেগুলো হলো:

১. রাজপরিবারকে গরিব হিসেবে দেখানো হয়েছে। বাস্তবে তারা উচ্চবিত্ত।
২. ব্যাটের বিষ্ঠা বিক্রি করে টাকা উপার্জনের গল্প বিভ্রান্তিকর এবং অসম্মানজনক।
৩. রাজপ্রাসাদ রক্ষণাবেক্ষণ একটি ঐতিহাসিক দায়িত্ব যা তারা নিষ্ঠার সঙ্গে পালন করেন।
৪. রবি বর্মার কোটি টাকার চিত্রকর্মকে সহজে উপহার দেওয়া হয়েছে। এটি অবাস্তব এবং ঐতিহাসিক তথ্যের ভুল প্রয়োগ।
৫. রবি বর্মা রাজস্থানি ছিলেন না। তিনি বরোদার শিল্পী ছিলেন।
৬. রাজপরিবারের সদস্যদের অলস দেখানো হলেও বাস্তবে তারা হোটেল ব্যবসায়ী, রাজনীতিক, উদ্যোক্তা, সেনা কর্মকর্তা ইত্যাদি পেশায় জড়িত।
৭. রাজকন্যাদের সারাক্ষণ বিয়ের গহনা পরে থাকতে দেখানো হয়েছে। এটি ঐতিহাসিকভাবে ভুল।
৮. মহারানিদের প্রতিদিনের পোশাকও বিকৃতভাবে দেখানো হয়েছে। তারা ছিলেন আধুনিক, সূক্ষ্ম ফ্যাশন সচেতন।
৯. ঘরের সাজসজ্জা এবং রুচিশীলতাকে বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। ‘লাল কদর্য সোফা’তে অলস বসে থাকা দৃশ্য বাস্তবের সঙ্গে সাংঘর্ষিক।
১০. রাজকীয় ঐতিহ্যকে অতিরঞ্জিত করে ‘ক্রিঞ্জ’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
১১. সব রাজপুত্র ঘোড়া চড়ে না কিংবা পোলো খেলে না। এই স্টেরিওটাইপ এখন বন্ধ হওয়া উচিত।

 

রয়্যাল ফেবলসের অনুরোধ, রাজপরিবার নিয়ে কনটেন্ট বানানোর আগে অন্তত ন্যূনতম গবেষণা ও সম্মান দেখানো উচিত।

 

 

 

‘দ্য রয়্যালস’ পরিচালনা করেছেন প্রিয়াঙ্কা ঘোষ ও নুপূর আস্থানা। রচয়িতা রঙ্গিতা ও ঈশিতা পৃতীশ নন্দী। অভিনয়ে রয়েছেন ইশান খট্টর, ভূমি পেডনেকর, জিনাত আমান, সাক্ষী তনওয়ার, নোরা ফাতেহি, মিলিন্দ সোমান, চাঙ্কি পান্ডে প্রমুখ।