NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, সতর্ক থাকার আহ্বান সোমবার নয়, মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া পুরানা পল্টনে আগুন ১১ তলা ভবনের ছাদজুড়ে টিনশেড, ভেতরে ছিল বৈদ্যুতিক যন্ত্রাংশ অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী পদে ফের আলবানিজের জয় এবার ‘পোপের’ বেশে নিজের ছবি প্রকাশ করলেন ট্রাম্প সবার সঙ্গে কথা বলেই মানবিক করিডরের সিদ্ধান্ত : প্রেসসচিব শাশুড়ির সঙ্গী হয়ে ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান দেশের ক্রিকেটে নতুন তারকা! দ্রুততম দুই সেঞ্চুরির রেকর্ড জাওয়াদের
Logo
logo

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, সতর্ক থাকার আহ্বান


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ১০:০৫ এএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, সতর্ক থাকার আহ্বান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাকড হয়েছে।  এ কারণে সেখানে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করা হচ্ছে। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। 

শনিবার রাত সোয়া ৮টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড করা হয়।

 

 

এ সঙবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই অপ্রত্যাশিত ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ উক্ত পেজটি মন্ত্রণালয়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রচারে ব্যবহৃত হয়ে থাকে।

বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই মুহূর্তে ফেসবুক পেজটির যেকোনো পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার কিংবা তাতে প্রতিক্রিয়া না জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রেস বিজ্ঞপ্তিসহ অন্যান্য নির্ভরযোগ্য মাধ্যমেই আপডেট ও যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।