NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
‘আজ তাক বাংলা’র প্রতিবেদন পরিকল্পিত অপপ্রচারের অংশ: প্রেস উইং যে কারণে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পাকিস্তানের টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে মালদ্বীপ প্রেসিডেন্টের বিশ্বরেকর্ড দল ঘোষণা বাংলাদেশের, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন উর্দুতে ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, সতর্ক থাকার আহ্বান সোমবার নয়, মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া পুরানা পল্টনে আগুন ১১ তলা ভবনের ছাদজুড়ে টিনশেড, ভেতরে ছিল বৈদ্যুতিক যন্ত্রাংশ অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী পদে ফের আলবানিজের জয়
Logo
logo

পুরানা পল্টনে আগুন ১১ তলা ভবনের ছাদজুড়ে টিনশেড, ভেতরে ছিল বৈদ্যুতিক যন্ত্রাংশ


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ১০:০৫ এএম

পুরানা পল্টনে আগুন ১১ তলা ভবনের ছাদজুড়ে টিনশেড, ভেতরে ছিল বৈদ্যুতিক যন্ত্রাংশ

রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ার নামের একটি ১১ তলা ভবনের টপ ফ্লোরে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিট নাগাদ লাগা ওই আগুন পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় চার ঘণ্টায় নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটা ওই ১১ তলা ভবনটির পুরো ছাদজুড়ে একটি টিনশেড এবং তার ভেতরে বৈদ্যুতিক যন্ত্রাংশে পূর্ণ ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।

 

শনিবার রাত ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

মো. ছালেহ উদ্দিন বলেন, শনিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে আমরা খবর পাই পুরানা পল্টনের একটি ভবনে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। আমাদের প্রথম দল আসার পর আগুনের ভয়াবহতা দেখে সাহায্য চায়। পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও পাঁচটি দল ঘটনাস্থলে আসে। ১১ তলা ভবনের পুরো ছাদজুড়ে একটা টিনশেড ছিল সেখানে। এই টিনশেডের ভেতরে প্রচুর পরিমাণে বৈদ্যুতিক যন্ত্রাংশ ছিল। ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। একটি দরজা ছিল মাত্র।

 

তিনি আরও বলেন, ভবনের একদম ওপরে হাওয়ায় পানির প্রেশার পাওয়া নিয়ে বেগ পেতে হয়েছিল। তারপরও ১২টা ২৫ মিনিটের দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। কিন্তু নির্বাপণ করতে আরও কিছুটা সময় লাগবে। তবে আগুন বিস্তার লাভ করার আর কোনো সম্ভাবনা নেই।

এই বহুতল ভবনের আশপাশে আরও বহুতল ভবন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগুনটা আশপাশের ভবনে ছড়িয়ে যেতে পারতো। কিন্তু তা ছড়ায়নি।

প্রতিটা ভবনের মালিকদের আশপাশের ভবনের ছাদে অবৈধ স্থাপনা আছে কি না- সে বিষয়ে নজর রাখার পরামর্শ দেন মো. ছালেহ উদ্দিন।

 

তিনি বলেন, ছাদকে আশ্রয়স্থল বলা হয়। এই ভবনের নিচে যদি আগুন লাগতো তাহলে পুরো ছাদ বন্ধ থাকার কারণে অনেক প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল। ভাগ্যের বিষয় ছাদে আগুন লাগার কারণে লোকজন সব নিচে নেমে আসতে পেরেছে। কেউ আহত বা নিহত হননি।

 

 

 

আগুন পুরোপুরি নির্বাপণ না হলে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা সম্ভব নয় বলেও জানান তিনি।