ঢালিউডের ইতিহাসে যুগে যুগে বহু তারকার আবির্ভাব ঘটেছে। তবে সাম্প্রতিক সময়ের চিত্রটা যেন একটু ভিন্ন। শাকিব খানের একক আধিপত্যে ভাগ বসিয়েছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। অন্তত রোজার ঈদের ছবির নিরিখে সেটা বলাই যায়।
খবর প্রকাশিত: ০১ মে, ২০২৫, ০৯:০৫ এএম
ঢালিউডের ইতিহাসে যুগে যুগে বহু তারকার আবির্ভাব ঘটেছে। তবে সাম্প্রতিক সময়ের চিত্রটা যেন একটু ভিন্ন। শাকিব খানের একক আধিপত্যে ভাগ বসিয়েছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। অন্তত রোজার ঈদের ছবির নিরিখে সেটা বলাই যায়।
এই অভিনেতাদের প্রত্যেকেরই অভিনয়ের ধারা আলাদা, দর্শকও তাঁদের আলাদা।
বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের বাজারে এই তিন নায়কের মধ্যে যে প্রতিযোগিতা চলছে, তা শুধু সিনেমার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়; সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সিনেমা হলের টিকিট কাউন্টার পর্যন্ত ছড়িয়ে পড়েছে তাঁদের ভক্তদের উত্তেজনা।
কেমন তার ফ্যানবেস?
গ্রাম থেকে জেলা শহর, রাজধানী, ওপার বাংলা কিংবা প্রবাসী বাঙালি—‘শাকিবিয়ান’রা ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। ক্যারিয়ারের প্রথম দেড় দশকে তিনি জয় করে নিয়েছেন জনপদভিত্তিক, গ্রাম-গঞ্জে বিস্তৃত দর্শকের মন। বিগত এক যুগে ক্রমেই তাঁর ভক্ত তালিকায় যোগ হয়েছে ড্রয়িংরুমের দর্শক ও নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা। ফেসবুকে তাঁর ফ্যানস গ্রুপের সদস্য সংখ্যা ছাড়িয়েছে কয়েক লাখেরও বেশি। সিনেমা মুক্তির সময় ভক্তরা পোস্টার নিয়ে মিছিল করে, এমনকি বিভিন্ন সময়ে তাঁর নিরাপত্তার দাবিতে মানববন্ধনও করেন। ঘর থেকে বের হয়ে তিনি যেখানেই যান, মুহূর্তেই ভিড় জমে যায়। শ’য়ের কোঠা ছাড়িয়ে হাজারো ভক্তের মিলনমেলা বসে যেন। কখনো কখনো সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তরক্ষীদের। অন্তর্জালে শাকিবকে নিয়ে যদি সামান্য কটুবাক্যও কেউ উচ্চারণ করেন, সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয় ‘শাকিবিয়ান’রা। শাকিবকে নিয়ে কিছু লিখতে-বলতে অনেকেই তাই দুবার ভাবেন। এমনই তাঁর ভক্তের ভক্তি।
তবু প্রশ্ন থেকে যায়। নতুন প্রজন্মের দর্শকের সঙ্গে শাকিবের যোগসূত্র ঠিক কতটা? অনেকে মনে করেন, তরুণদের সঙ্গে ‘রিলেট’ করার জায়গায় কিছুটা ফাঁক রয়ে গেছে তার। তবে সাম্প্রতিক সময়ে হয়তো তিনি সেটা অনুধাবন করতে পেরেছেন। যার কারণে তিনি সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। সময়োপযোগী গল্প ও চরিত্রে হাজির হয়ে চমকে দিচ্ছেন তরুণদেরকেও।
তার ফ্যানবেস কেমন?
নিশো ভক্তরা তৈরি হয়েছেন দীর্ঘদিন ধরে। টিভিতে তাঁর অভিনীত নাটক দেখে দেখে। তাঁর অভিনয়ে যে আবেগ আর বাস্তবতা থাকে, সেটিই তাদের কাছে যেন মূল আকর্ষণ। ভক্তদের দাবি মেটাতেই এলেন ওটিটিতে, সেখান থেকে বড় পর্দায়। অন্তর্জালে শাকিব খানের মতো তারও রয়েছে একটা বড় ফ্যান গ্রুপ, যারা সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে নিশোকে ঘিরে সরব থাকেন। তাঁর ফ্যানবেস অনলাইনে ব্যাপক শক্তিশালী হলেও, তাঁকে এখনো দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। মননশীল দর্শকের পছন্দ নিশো, যাঁরা সিনেমায় বাস্তবতা ও আবেগ খোঁজেন।
তিন নায়কের দর্শকগোষ্ঠী—প্রতিযোগিতা না সহাবস্থান
এই তিন তারকার মধ্যে ঢালিউডে শাকিব খান যে যোজন যোজন দূর এগিয়ে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শাকিব খান দীর্ঘ রাজত্বের প্রতীক, সিয়াম নতুন যুগের প্রতিনিধি, আর নিশো মজবুত পারফরমারের নাম। আশার কথা হলো, এ ধরনের বহুমুখী প্রতিযোগিতাই ঢালিউডকে ক্রমেই আরো শক্তিশালী করে তুলবে। ভিন্ন স্বাদের সিনেমা, ভিন্ন দর্শকগোষ্ঠী আর ভিন্ন স্টাইল নিয়ে এই তিন তারকা একে অন্যের বিকল্প নন বরং সমান্তরাল।