NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা


খবর   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ পিএম

ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা

ট্রাম্পের হুমকির কাছে কখনোই নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দেশটির ফেডারেল নির্বাচনে জয়লাভের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত উসকানি এবং বাণিজ্য শুল্ক আরোপের প্রেক্ষাপটে এ মন্তব্য করেন তিনি। খবর সিএনএন।

মার্ক কার্নি জানান, তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির কাছে কখনোই নতি স্বীকার করবে না। এ সময় তিনি ট্রাম্পকে সরাসরি তিরস্কার করে বিভেদপূর্ণ জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

মার্ক কার্নি আরও বলেন, ‘আমি কয়েক মাস ধরে সতর্ক করে আসছি, আমেরিকা আমাদের জমি, সম্পদ, পানি ও দেশ চায়। এগুলো নিছক হুমকি নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভেঙে দিয়ে কানাডার মালিক হতে চান। কিন্তু এটা কখনোই সম্ভব না।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কের পরিবর্তন নিয়ে নির্বাচনি প্রচারণায় দেওয়া বক্তব্য পুনর্ব্যক্ত করে মার্ক কার্নি বলেন, ‘আমরা আমেরিকান বিশ্বাসঘাতকতার ধাক্কা সামলে উঠেছি, কিন্তু আমাদের এই শিক্ষা ভুলে যাওয়া উচিত নয়। আমাদের নিজেদের দিকে নজর রাখতে হবে।’

কানাডার ভোটাররা লিবারেল পার্টিকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরিয়ে এনেছে। তবে মার্ক কার্নি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ছোট দলগুলোর সমর্থন ছাড়া সরকার গঠন করা তাদের জন্য কঠিন হতে পারে।

রক্ষণশীল বিরোধী নেতা পিয়েরে পোইলিভর পরাজয় মেনে নিয়েছেন। তার দল প্রয়োজনীয় আসন জিততে ব্যর্থ হয়েছে এবং তিনি নিজেও তার দীর্ঘদিনের আসন হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পোইলিভর জানান, তার দল কানাডার স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার জন্য মার্ক কার্নি এবং অন্যান্য দলের সঙ্গে কাজ করবে। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক ও দায়িত্বজ্ঞানহীন হুমকি উপেক্ষা করে কানাডাকে অগ্রাধিকার দেব।’

সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর মার্ক কার্নি লিবারেল পার্টির নেতৃত্বে আসেন এবং ট্রাম্প-বিরোধী মনোভাব কাজে লাগিয়ে নির্বাচনি প্রচার চালান। তিনি ট্রাম্পের ঘোষণা— ‘৫১তম রাজ্য হিসেবে কানাডাকে যুক্ত করার হুমকির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেন এবং কানাডার প্রতিরক্ষাকে তার প্ল্যাটফর্মের মূল অংশে পরিণত করেন।