ঘোষণা হয়েছিল আগেই। বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ জুটি বাঁধতে চলেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে। দিলজিতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সর্দার জি থ্রি’তে দেখা মিলবে এ জুটির। সবকিছু ঠিকঠাকই ছিল।
খবর প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ এএম
ঘোষণা হয়েছিল আগেই। বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ জুটি বাঁধতে চলেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে। দিলজিতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সর্দার জি থ্রি’তে দেখা মিলবে এ জুটির। সবকিছু ঠিকঠাকই ছিল।
গত অক্টোবরে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে কোল্যাব করেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।
কিন্তু এবার সেই সম্ভাবনায় পানি ঢেলে দিয়েছে পেহেলগামের জঙ্গি হামলার ঘটনা।
সামাজিক মাধ্যমেও হানিয়া আমিরের বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করছেন নেটিজেনরা। এটি ভারতীয় সিনেমায় হানিয়ার প্রথম কাজ। তাই হানিয়া ভক্তরা ছিল দারুণ উচ্ছ্বসিত। তবে নেটিজেনদের মতে, এই উচ্ছ্বাসে ভাটা পড়তে চলেছে। কেউ কেউ যখন পাকিস্তানি শিল্পীদের বয়কটের পক্ষে আওয়াজ তুলছেন, কেউ কেউ আবার দুই দেশের যুদ্ধকে শোবিজ অঙ্গনে আনতে নারাজ।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, ইউকেতে সদ্য শুটিং শেষ করেছে ‘সর্দার জি থ্রি’। হানিয়ার অংশের শুটিংও হয়ে গিয়েছিল। জানা যাচ্ছে, অন্য অভিনেত্রীকে কাস্ট করে আবারও সেই অংশের শুটিং করবে নির্মাতা। তবে এ বিষয়ে এখনও কিছু খোলাসা করেননি নির্মাতারা।