NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের শোক দিবস পালন


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:১১ পিএম

বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের শোক দিবস পালন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের বস্টনে এক শোক ও আলোচনা সভা করেছে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ।  সংগঠনের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করেন। বক্তারা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তিময় জীবন ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তার অসামান্য কৃতিত্ব, ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। তারা পঁচাত্তরের ১৫ আগস্টের বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। শোক সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনায় অংশ নেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ইতিহাসবিদ অধ্যক্ষ আহমেদ হাসান, মনজুর আলম, মোহাম্মদ নুর হোসেন, বেলাল হোসেন, রবিউল আলম, শেখ আমিরুল হক, আবু মনসুর, শহীদ পরিবাবের সন্তান নাহীদ সিতারা, জিয়াউল হাসান, মুজিব উল্লাহ, মোহাম্মদ মিয়াজী, আব্দুস সালাম, রহীম পাটোয়ারী, বাসন্তি গোমেজ, আবু আলম, আব্দুল মান্নান, আব্দুস সালাম, ফাইযুল ইসলাম প্রমুখ।