NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

কে এগিয়ে, জয়া, মিথিলা নাকি ফারিণ?


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

কে এগিয়ে, জয়া, মিথিলা নাকি ফারিণ?

পবিত্র ঈদুল ফিতরে ওটিটি প্লাটফর্মেও ছিল নানান আয়োজন। দেশের তারকাদের অভিনীত ওয়েব সিরিজি ও ফিল্ম মুক্তি পেয়েছে কয়েকটি ওটিটিতে। ঈদের সিনেমার চাপে সেসব নিয়ে তেমন আলোচনা দেখা যায়নি। দর্শক এবার বড় পর্দা নিয়েই মেতে ছিলেন। তবে সীমিত পরিসরে হলেও আলোচনায় ছিল সোশ্যাল মিডিয়ায়। কে এগিয়ে, জয়া, মিথিলা নাকি ফারিণ?

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ওটিটি কনটেন্টগুলোর মধ্যে আশফাক নিপুন পরিচালিত সিরিজ ‘জিম্মি’তে অভিনয় করেছেন জয়া আহসান। শিহাব শাহীনের বানানো ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’-এ আছেন রাফিয়াত রশিদ মিথিলা এবং কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এ আছেন তাসনিয়া ফারিণ ও অপূর্ব। কোন সিরিজটিকে এগিয়ে রেখেছেন দর্শক? সামাজিক মাধ্যমে দর্শক প্রতিক্রিয়া দেখে পর্যায়ক্রমে কনটেন্টগুলো নিয়ে আলোচনা করা যাক।

 

যথেষ্ট সুইট ছিল ‘হাউ সুইট’

সদরঘাট থেকে বরিশাল, ফারিণ-অপূর্ব ও পাভেলদের ভ্রমণ। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নির্মিত রোমান্টিক-কমেডি গল্পের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। দেড় ঘণ্টার এই ওয়েব ফিল্মে যথেষ্ট হাস্যরসাত্মক। প্রেক্ষাগৃহের বড় পর্দার সিনেমাগুলোর মধ্যেও এই ঈদে অভূতপূর্ব সাড়া ফেলেছে বাড়িতে বসে দেখার এই সিনেমা ‘হাউ সুইট’।

যথেষ্ট সুইট ছিল ‘হাউ সুইট’

 

টিজার মুক্তির পর একে সিনেমাই ভেবেছিলেন দর্শক। অন্তত আয়োজন সে রকমই। ফারিণকে সেখানে উপস্থাপন করা হয়েছে সিনেমার নায়িকার আদলেই। বিশেষ করে ন্যানসি ও বালামের দ্বৈতকণ্ঠে গাওয়া ‘মায়া মায়া লাগে’ গানটি দারুণ প্রশংসা কুড়িয়েছে। গানের বাণীর সঙ্গে ভিডিওর লোকেশন, কালার, পোশাক, অপূর্ব-ফারিণের রসায়ন ও অভিব্যক্তি মন কেড়ে নিয়েছে দর্শকের।

সব মিলিয়ে যথেষ্ট সুইট ছিল ‘হাউ সুইট’, বানিয়েছেন কাজল আরেফিন অমি। তার নির্মাণ মানেই দর্শকদের কাছে বাড়তি চমক। এরই মধ্যে বাংলা ওয়েব জগত চলে গেছে তার দখলে। এই ছবি জানান দিচ্ছে, বড় পর্দায় তার সাফল্য অপেক্ষা করে আছে তারই জন্য। ফারিণ-অপূর্ব ছাড়াও এতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, আবদুল্লাহ রানা, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু, ইমেল হক প্রমুখ। প্রযোজনা করেছে বঙ্গ। 

কিঞ্চিত বিবর্ণ স্বপন

অনেকে ধারণা করছিলেন, দ্বিতীয় সিজনে হয়তো সেই ৪০০ কোটি টাকা কোথায় আছে, সেই রহস্যের জট খুলবে। কেননা, চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’-এর ঘোষণাটাই এসেছিল ৪০০ কোটি টাকা রহস্য দিয়ে। এ ছাড়া প্রথম সিজন থেকে অপরাধের যেসব পথ খুলে আসছিলেন স্বপন, এবার সেগুলো একবিন্দুতে মিলবে কি না, সে প্রশ্নও ছিল দর্শকমনে।

 

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে সাত পর্বের ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’। নির্মাণ করেছেন শিহাব শাহীন। প্রথম সিজনের মিথিলা, সুমন আনোয়ার, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনে। নতুন চরিত্র হিসেবে যুক্ত হয়েছেন জেফার রহমান, সুমন বড়ুয়া। কিন্তু এই সিজন যেন কিছুটা বিবর্ণ। দর্শকের আগ্রহ ছিল কিন্তু তেমন সাড়া নেই।

কিঞ্চিত বিবর্ণ স্বপন

মুভি অ্যান্ড সিরিজ লাভারস বিডি গ্রুপে এক প্রতিক্রিয়ায় একজন লিখেছেন, ‘একদমই এভারেজ লেগেছে আমার কাছে। প্রথম সিজন যেমন শুরু থেকেই একটা টানটান উত্তেজনা পুরো সিজন ক্যারি করে নিয়ে যায় শেষ পর্যন্ত, যা এই সিজনে মিসিং ছিল। এবারের সিজনের মূল প্লটই সামনে আসে ৪ নাম্বার এপিসোড থেকে। সাবপ্লটগুলো সেভাবে আসে, গল্পে সেগুলো ততটা স্ট্রং ফিল হয়নি। সুমন আনোয়ারের চরিত্র প্রথম সিজনে যেমন ডমিন্যান্ট, পাওয়ারফুল মনে হয়েছে, এই সিজনে পুরাই বিড়াল বানিয়ে ছেড়েছে। শেষ এপিসোডে অনেকটা তাড়াহুড়া করে শেষ করে দিল মনে হয়েছে। প্রথম সিজনের ধারেকাছেও নেই এটা।’ 

 

তেমন সাড়া নেই ‘জিম্মি’র

‘জিম্মি’ দিয়েই প্রথমবারের মতো ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করলেন অভিনেত্রী জয়া আহসান। ওটিটির জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণের ৭ পর্বের ব্ল্যাক কমেডি জনরার সিরিজ ‘জিম্মি’ হইচইতে মুক্তি পেয়েছে ঈদ উপলক্ষে।

বিদ্যুৎ অফিসে চাকরি করেন সরল কিন্তু দৃঢ়চেতা রুনা লায়লা। তার জীবন এক ভয়াবহ মোড় নেয় যখন সে অফিসে টাকা ভর্তি একটি বাক্স পায়। আকাঙ্ক্ষা এবং লোভের বশবর্তী হয়ে বিপজ্জনক পরিণতির কথা ভেবে সে বাক্সটা নিয়ে নেয়। সেই বাক্সকে ঘিরে একের পর এক ঘটনা ঘটতে থাকে তার জীবনে। এ রকম গল্প দেখিয়েছে ‘জিম্মি’।

কাকে এগিয়ে রাখলেন দর্শক

 

গল্প ভালো। তবে আশফাক নিপুণের ‘মহানগর’ নিয়ে যে আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তার এক আনাও হয়নি এটা নিয়ে। যারা দেখেছেন, তাদের কেউ কেউ বলেছেন, ভালো হয়েছে, তবে আরও ভালো হতে পারতো।

 

 

 

সিরিজে অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিব্লু, মুনিরা বেগম মিমি, শাহাদত শিশির প্রমুখ।