NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক’র বর্ণিল আয়োজনে বৈশাখ উদযাপন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক’র বর্ণিল আয়োজনে বৈশাখ উদযাপন

নিউইয়র্কের অন্যতম সাহিত্য সংগঠন সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে বৈশাখী উৎসব। গত ১৪ এপ্রিল সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে সাজুফতা সাহিত্য ক্লাবের সভাপতি কবি জুলি রহমানের পরিচালনায় ভিন্ন আমেজের এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে ছিল ‘বৈশাখীর গান’, নৃত্য, কবিতা আবৃত্তি, কবি জুলি রহমানের মঞ্চ নাটক ‘কাহিনী কাতান’ সহ মনোজ্ঞ সব পরিবেশনা।
দর্শকদের মতে, কবি জুলি রহমানের স্বরচিত কবিতা, নাটক, সংগীত ও নৃত্যনির্ভর পরিবেশনার সমন্বয়ে আয়োজনটি ছিল এক অনন্য সাংস্কৃতিক উপস্থাপনা। এ আয়োজনে সবচেয়ে আকর্ষণীয় ছিল জুলি রহমানের ছোট গল্প থেকে নাট্যরূপ ‘কাহিনী কাতান’। যা হলভর্তি দর্শকদের বিমোহিত করে। নাটকে নেপথ্যে কণ্ঠ দিয়েছেন মনিকা মন্ডল ও প্রমোটার এম এ সাদেক। বিভিন্ন চরিত্রে ছিলেন নায়ক ইকবাল আহমদ বাবলা, নায়িকা শাকিলা রুনা, পার্শ্ব চরিত্রে আজরীন, লিমন, শাহিদা, সুমন, দোলার চরিত্রে জেরীন, দর্শক চরিত্রে মেহের চৌধুরী, নাসরীন চৌধুরী, কামরুন নাহার খানম, সুধাংশু মন্ডল এবং পুলিশের চরিত্রে কয়েকজন যুবক। স্বামী-স্ত্রীর চরিত্রে বাবলা-শাকিলার অভিনয় নাটকটিকে ভিন্নমাত্রা দেয়। মনিকা মন্ডল ও প্রমোটার এম এ সাদেকের প্রাণবন্ত সংলাপও দর্শকদের দারুণভাবে আপ্লুত করে। নাট্যশৈলীর এই নিপুণতা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। নাট্যমোদী দর্শকদের মতে, মঞ্চের নাট্যকাহিনীটি যেন বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি। নাটকটি হয়ে ওঠে দর্শক নন্দিত।
নাটকের পর শুরু হয় শিল্পীদের গান। সঙ্গীত পরিবেশনায় ছিলেন ননী মল্লিক, কবি কন্যা সাদিয়া আফরিন তন্বী ও সাবিহা তারিন, কবিতায় এমএ সাদেক, বাচিক শিল্পী মোঃ ইলিয়াস হোসেন, মেহের চৌধুরী এবং কবি জুলি রহমান।
অনুষ্ঠানের শুরুতেই ছিলো বৈশাখের আবহ তৈরী করা বৈশাখী সংগীত। এরপরই বিউগলে শোনা যায় রানী কমলার আগমনী ধ্বনি। শ্যামদেশে কমলা রে। ভিন্ন রকমের আবহে কমলার চরিত্র চিত্রন করে মৃত্তিকা রেজা। এর পর দেশের গানে নৃত্য পরিবেশন করেন মিথুন দেব নৃত্য গোষ্ঠী। নৃত্যপরিবেশনাগুলো ছিল নান্দনিক।
অনুষ্ঠান হলে প্রথমে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত ও আমেরিকার ন্যাশনাল অ্যান্থম। এর পর ধারাবাহিক এক টানা শুরু হয় সাজুফতার বৈশাখের গান, কবিতা, নাচ, নাটক ও আলোচনা। মূল অনুষ্ঠানটি শুরু হয় সাজুফতার থিম সংগীত ও কবি ও বাচিক শিল্পীদের কবিতা দিয়ে। অনুষ্ঠানের সমগ্র সামগ্রীর নির্মাতা জুলি রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট রেজা আব্দুল্লাহ। শব্দ নিয়ন্ত্রনে সাদিয়া রহমান তন্বী ও বাবু। ইংরেজী গানে মিউজিক ও কন্ঠে সাবিহা রহমান তারিন।
বিরাট অডিটেরিয়াম জুড়ে ছিল বিপুল দর্শকের উপস্থিতি। কবি-সাহিত্যিক, শিল্পী, মিডিয়া ও কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজের বিভিন্ন স্তরের মানুষজন অংশ গ্রহণ উৎসবটিকে দেয় ভিন্ন মাত্রা। দর্শকরা দারুণভাবে উপভোগ করেন পুরো অনুষ্ঠানটি। ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।