NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

সিনেমা না চললে কাঁদতেন নায়ক মান্না


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

সিনেমা না চললে কাঁদতেন নায়ক মান্না

আপাদমস্তক চলচ্চিত্রনিমগ্ন মানুষ বলতে যা বোঝায়- নায়ক মান্না ঠিক তেমনটাই ছিলেন। তার ধ্যান-জ্ঞান সব কিছুই ছিল সিনেমাকে ঘিরে। অষ্টপ্রহর ভাবতেন দেশীয় চলচ্চিত্র শিল্পের উন্নতি ও ভবিষ্যৎ নিয়ে। আর অনবদ্য অভিনয় দিয়ে তিনি হয়েছিলেন জনতার নায়ক।

সিনেমার প্রতি নায়ক মান্না যে কতটা নিবেদিত ছিলেন তা এখনো চলচ্চিত্র সংশ্লিষ্টরা স্মরণ করেন। এ প্রসঙ্গে মান্না অভিনীত অনেক সফল সিনেমার নির্মাতা কাজী হায়াৎ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মান্না পোড় খেতে খেতে ঢাকার চলচ্চিত্রশিল্পে বড় হয়েছে। একটি সিনেমা মুক্তি পেয়েছে, তারপর সিনেমা হলে গিয়ে পড়ে থেকেছে। সিনেমা না চললে কেঁদেছে। যেন পরীক্ষায় ফেল করেছে। নায়ক মান্না এমনি করে মানুষের কাছে নিজেকে মেলে ধরে ভালোবাসা আদায় করে নিয়েছে।’

 

সিনেমা না চললে কাঁদতেন নায়ক মান্নামান্না

কাজী হায়াৎ আরও বলেন, ‘মান্নাকে “আম্মাজান” সিনেমাটি অন্যরকম এক সম্মানের জায়গায় নিয়ে গেছে। এতে অভিনয় করতে গিয়ে সে এতটাই মনোযোগী ছিল যে “আম্মাজান“ গানটিতে বেশ আবেগপ্রবণ হয়ে পড়ছিল।’সিনেমার সঙ্গে মিশে যাওয়া এমন নায়কের আজ (১৪ এপ্রিল) জন্মদিন। তার অনুরাগীরা আজ প্রিয় নায়ককে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করছেন।

 

সবার প্রিয় এ নায়কের পুরো নাম ছিল এ এস এম আসলাম তালুকদার মান্না। ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীতে আজকের এই দিনে জন্ম নেন মান্না। উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করার পরই ১৯৮৪ সালে তিনি ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে সিনেমায় যাত্রা শুরু করেন। এরপর আজহারুল ইসলাম খানের ‘তওবা’সিনেমায় তাকে দেখা যায়। এরপর কাজী হায়াতের সঙ্গে থেকে একের পর এক সিনেমায় কাজ করে জনপ্রিয় শীর্ষে অবস্থান করে মান্না।

সিনেমা না চললে কাঁদতেন নায়ক মান্না

চলচ্চিত্র ক্যারিয়ারে মান্না অভিনয়জীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার সিংহভাগ সিনেমায় এদেশের বঞ্চিত-নিপীড়িত মানুষের কথা সুনিপুণভাবে উঠে আসতো। এ কারণে তিনি জনতার নায়ক হতে পেরেছিলেন, আপামর জনসাধারণের প্রিয় নায়কে পরিণত হয়েছিলেন।

 

মান্না অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘তেজী’, ‘আম্মাজান’, ‘আব্বাজান’, ‘বীর সৈনিক’, ‘শান্ত কেন মাস্তান’, ‘দাঙ্গা’, ‘লুটতরাজ’, ‘ভাইয়া’, ‘টপ সম্রাট’, ‘চাঁদাবাজ’, ‘ঢাকাইয়া মাস্তান’, ‘মাস্তানের উপর মাস্তান’, ‘খল নায়ক’, ‘রংবাজ বাদশা’, ‘সুলতান’, ‘বিগবস’, ‘মান্না ভাই’, ‘টপ টেরর’, ‘ভিলেন’, ‘নায়ক’, ‘সন্ত্রাসী মুন্না’, ‘জুম্মান কসাই’, ‘আমি জেল থেকে বলছি’, ‘দশ দরদী’, ‘কাবুলিওয়ালা’, ‘জনতার বাদশা’, ‘রাজপথের রাজা’, ‘এতিম রাজা’, ‘টোকাই রংবাজ’, ‘নায়ক’ ইত্যাদি।

সিনেমা না চললে কাঁদতেন নায়ক মান্না

জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন মান্না। তিনি অনন্তের পথে পাড়ি জমালেও এদেশের চলচ্চিত্রপ্রেমীরা যুগের পর যুগ তাকে মনে রাখবে।