NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

রাজস্থানকে উড়িয়ে তিনে উঠে এলো বেঙ্গালুরু


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

রাজস্থানকে উড়িয়ে তিনে উঠে এলো বেঙ্গালুরু

আইপিএলের মতো আসরে ১৭৫ রানের পুঁজি নিয়ে যে লড়াই করাও কঠিন, সেটি টের পেলো রাজস্থান রয়্যালস। তাদের পাত্তাই দিলো না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জিতলো ৯ উইকেট আর ১৫ বল হাতে রেখেই।

এতে করে ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে উঠে এলো রজত পাতিদারের নেতৃত্বাধীন বেঙ্গালুরু। ছয় ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া সঞ্জু স্যামসনের রাজস্থান সাত নম্বরে।

 

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফিল সল্ট আর বিরাট কোহলির ৯২ রানের উদ্বোধনী জুটিতেই জয়ের পথ গড়ে ফেলে বেঙ্গালুরু। ৩৩ বলে ৫ চার আর ৬ ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলে ফেরেন সল্ট।

বাকি পথটা অনায়াসে পাড়ি দিয়েছেন কোহলি আর দেবদূত পাডিক্কেল। ৫৪ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। পাডিক্কেল ২৮ বলে ৪০ আর কোহলি ৪৫ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন।

 

এই ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে হাফসেঞ্চুরির সেঞ্চুরি হয়েছে কোহলির। অর্থাৎ স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি ছিল কোহলির ১০০তম ফিফটি।

এর আগে জশস্বী জয়সওয়ালের ব্যাটে চড়ে ৪ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় রাজস্থান রয়্যালস। আইপিএলের মতো আসরে এই সংগ্রহকে মামুলিই বলা যায়।

জয়পুরে টস জিতে রাজস্থানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় বেঙ্গালুরু। সঞ্জু স্যামসন (১৯ বলে ১৫) ব্যাট হাতে তেমন সুবিধা করতে না পারলেও জয়সওয়াল আর রিয়ান পরাগ, ধ্রুব জুরেলদের ব্যাটে চড়ে মাঝারি মানের সংগ্রহ দাঁড় করায় রাজস্থান।

 

 

 

রিয়ান পরাগ ২২ বলে ৩০ করে আউট হন। ৪৭ বলে ১০ চার আর ২ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। শেষদিকে ধ্রুব জুরেল ২৩ বলে ২টি করে চার-ছক্কায় করেন অপরাজিত ৩৫।