NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

‘নিউইয়র্ক সিটির বেষ্ট কমিউনিটি লিডার’ অ্যাওয়ার্ড পেলেন দেলোয়ার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

‘নিউইয়র্ক সিটির বেষ্ট কমিউনিটি লিডার’ অ্যাওয়ার্ড পেলেন দেলোয়ার

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সিটি হলের অ্যাওয়ার্ড পেলেন কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সমাজকর্মী, কমিউনিটি বোর্ড মেম্বার এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। গত ২৬ মার্চ সিটি হলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করেন কাউন্সিল সদস্য জিম জিনারো। অনুষ্ঠানে জিনারোর অনুপস্থিতিতে দেলোয়াররের হাতে প্রোক্লেমেশন তুলে দেন মেজোরিটি লিডার আমান্দা ফারিয়াস। সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য ‘নিউইয়র্ক সিটির বেষ্ট কমিউনিটি লিডার’ অ্যাওয়ার্ডে ভূষিত হন নিউইয়র্কের ডেমোক্র্যাট দলীয় রাজনীতিক ফখরুল ইসলাম দেলোয়ার।
ফখরুল ইসলাম দেলোয়ার নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে সক্রিয়ভাবে নিজের একটি অবস্থান তৈরি করে নিয়েছেন। গত প্রায় দুই যুগ ধরে তিনি নিউইয়র্কে কমিউনিটি অ্যাকটিভিস্ট হিসেবে প্রবাসীদের সুখ-দুখে পাশে দাঁড়িয়ে সবার আস্থা ও ভালবাসা অর্জন করেছেন। নিউইয়র্কের সুপরিচিত বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান ফাতেমা ব্রাদার্স গ্রুপের পরিচালক ফখরুল ইসলাম দেলোয়ার। তিনি এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।
‘নিউইয়র্ক সিটির বেষ্ট কমিউনিটি লিডার’ অ্যাওয়ার্ড প্রাপ্তির পর ফখরুল ইসলাম দেলোয়ার তার প্রতিক্রিয়ায় বলেন, গত দুই যুগ ধরে আমি কমিউনিটির সেবায় কাজ করছি। এই কমিউনিটিতেই আমার বেড়ে ওঠা। বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে মূলধারার সঙ্গে কাজ করে যাচ্ছি। কোন সম্মাননা বা পুরস্কারের আশায় নয়- মানুষের জন্য কিছু করতে পারাটাই আমার জন্য বড় পুরস্কার। এর পরও মূলধারায় আমাদের বাংলাদেশী কমিউনিটির দীর্ঘদিনের অবদান ও শ্রমের ফল এই পুরস্কার। নিউইয়র্কের সিটি হল আমাকে জন্মভূমি বাংলাদেশের ঐতিহাসিক বিশেষ দিনে বিমেষ সম্মানে সম্মানিত করেছে, এই অর্জন পুরো কমিউনিটির। তিনি বলেন, নিঃসন্দেহে এই সম্মান আমাকে আগামী দিনে মানুষের জন্য কাজ করায় আরও অনুপ্রাণিত করবে। এ সময় তিনি কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিলম্যান জিম জিনারোকে বিশেষ ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ফখরুল ইসলাম দেলোয়ার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার খাসারীপাড়া গ্রামের শিক্ষানুরাগী ও দানবীর এবং প্রথম নির্বাচিত মেম্বার মরহুম হাজী তাহির আলীর কনিষ্ঠ পুত্র।
এদিকে নিউইয়র্কে ইমিগ্র্যান্ট কমিউনিটির ডেমোক্রেট দলীয় তরুণ নেতা ফখরুল ইসলাম দেলোয়ার ‘নিউইয়র্ক সিটির বেষ্ট কমিউনিটি লিডার’ প্রক্লেমেশন পাওয়ায় জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) নির্বাহী কমিটির পক্ষ থেকে জেএমসি’র পরিচালনা কমিটির দুইবারের জয়েন্ট সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ারকে অভিনন্দন জানানো হয়। গত ৫ এপ্রিল শনিবার বাদ এশা জেএমসি’র চেয়ারম্যান ডা. নাজমুল হাসান খান, সেক্রেটারি আফতাব মান্নানসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানানো হয়।
এছাড়াও অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ফখরুল ইসলাম দেলোয়ারকে অভিনন্দন জানিয়েছেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ডেমোক্র্যাট ডিষ্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরীসহ নিউইয়র্কের সাংবাদিক, সুশীল সমাজ ও জালালাবাদ এসোসিয়েশনসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।