NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

‘খেলা হবে’ ফ্রম নারায়ণগঞ্জ —এখন নিউইয়র্কের ঘরোয়া রেস্টুরেন্টে!


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

‘খেলা হবে’ ফ্রম নারায়ণগঞ্জ —এখন নিউইয়র্কের ঘরোয়া রেস্টুরেন্টে!

নারায়ণগঞ্জের সাবেক আলোচিত সংসদ সদস্য এম.কে.এম. শামীম ওসমানকে নিউইয়র্কের জ্যামাইকা শহরের একটি ঘরোয়া রেস্টুরেন্টে আড্ডা দিতে দেখা গেছে। গত শুক্রবার (৪ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে কিছু বন্ধু ও শুভাকাঙ্ক্ষীর সঙ্গে খোশগল্প করতে দেখা যায়। ছবি তুলতে গেলে দৌঁড়ে তিনি পালিয়ে যান বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এক ব্যক্তি।।

এদিকে ছবি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে দেশ-বিদেশে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। ছবিতে শামীম ওসমানকে হাস্যোজ্জ্বল এবং বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে।

বিশ্বস্ত সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব ভারতে পালিয়ে গেলে শামীম ওসমানও আখাউড়া সীমান্ত দিয়ে দেশত্যাগ করেন। তিনি সিলেটের একটি হোটেল থেকে গা ঢাকা দিয়ে পরে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে তিনি যান দুবাই এবং অবশেষে পৌঁছান নিউইয়র্কে।

গত জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানের সময়, শামীম ওসমান সশস্ত্র অবস্থায় মাঠে নেমে ছিলেন এবং ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ রয়েছে। তার ক্যাডারদের গুলি করার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গণঅভ্যুত্থানে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২০টিরও বেশি মামলা দায়ের হয়েছে।

এমন পরিস্থিতিতে তার নিউইয়র্কে ঘরোয়া রেস্টুরেন্টে আরামদায়ক ভঙ্গিতে আড্ডা দেওয়া একদিকে যেমন আলোচনার জন্ম দিচ্ছে, অন্যদিকে তা রাজনৈতিক শরণার্থী বিতর্ককেও উসকে দিচ্ছে। অনেকে প্রশ্ন তুলছেন—একজন অভিযুক্ত নেতা কীভাবে যুক্তরাষ্ট্রে এমন খোলামেলা জীবন যাপন করছেন, যেখানে তার বিরুদ্ধে রয়েছে গণহত্যার মতো গুরুতর অভিযোগ?