NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

পাঞ্জাবের কাছে পাত্তাই পেল না লখনৌ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

পাঞ্জাবের কাছে পাত্তাই পেল না লখনৌ

আইপিএলে ১৭টি আসর সম্পন্ন হয়ে গেলেও এখন পর্যন্ত শিরোপা ছুঁয়ে দেখা হয়নি পাঞ্জাব কিংসের। তবে চলতি মৌসুমে লক্ষ্যে অটল ফ্র্যাঞ্জাইজিটিকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটি ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে তারা। আজ মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাঞ্জাব।

আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করে লখনৌ। জবাব দিতে নেমে ৮ উইকেট আর ২২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব।

 

পাঞ্জাবের দ্রুতগতির জয়ে ফিফটি হাঁকিয়ে বড় অবদান রাখেন প্রভশিমরন সিং ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রভশিমরন ৩৪ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

আইয়ার অপরাজিত থাকেন ৩০ বলে ৫২ রানে। তার সঙ্গে দল জিতিয়ে মাঠ ছাড়েন নিহাল ওয়াধেরা (২৫ বলে ৪৩)।

 

মঙ্গলবার ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক লখনৌ। শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। দলীয় ১ রানেই ওপেনার মিচেল মার্শকে হারায় স্বাগতিকরা। গোল্ডেন ডাক (১ বলে ০) মেরে সাজঘরে ফেরেন অসি তারকা।

এরপর ৩৫ রানে ছিল না ৩ উইকেট। ভালো শুরু করলেও পিচে টিকতে পারেননি আরেক ওপেনার এইডেন মার্করাম (১৮ বলে ২৮)। অধিনায়ক রিশাভ পান্ত ৫ বলে ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।

চতুর্থ উইকেটে লখনৌকে এগিয়ে দেওয়ার কাজ করেন আয়ুশ বাদানি ও নিকোলাস পুরান। জুটি করেন ৪০ বলে ৫৪ রানের। দারুণ কিছু শট খেলে ৩০ বলে ৪৪ রান করে লং অফে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ হন পুরান।

 

৩৩ বলে ৪১ রান করেন বাদানি। ডেভিড মিলার ১৮ বলে ১৯ আর শেষদিকে আব্দুল সামাদ (১২ বলে ২৭) ফিনিশিং দিলে ৭ উইকেটে ১৭১ রানের পুঁজি পায় লখনৌ।

পাঞ্জাবের হয়ে বল হাতে ৪৩ রানে ৩ উইকেট শিকার করেন অশ্বদিপ সিং। ১টি করে উইকেট নেন লকি ফার্গুসন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জানসেন ও বদলি নামা যুজবেন্দ্র চাহাল।

 

তিন ম্যাচে দ্বিতীয়বার হারের তিক্ত স্বাদ পাওয়া লখনৌর হয়ে ২ উইকেট শিকার করেন দিগ্বেশ রথি।