NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ

বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর স্টিভ ডেইনস। এ সময় তার সঙ্গে আরও সাত মার্কিন নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চীনের রাজধানীতে শীর্ষস্থানীয় বিদেশি সিইওদের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনের পর তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়।

 

বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে ডেইন্সের সঙ্গে ছিলেন কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন, ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা, কারগিলের সিইও ব্রায়ান সাইকস, বোয়িং গ্লোবালের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ব্রেন্ডন নেলসসহ অন্যান্য নির্বাহীরা।

জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো মার্কিন রাজনীতিক চীন সফরে গেলেন। বেইজিং নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা চাইছে। মূলত ওয়াশিংটনের কাছ থেকে অতিরিক্ত শুল্ক চাপ এড়াতে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে চীন।

 

ডেইনস ট্রাম্পের একজন কট্টর সমর্থক এবং সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন-চীন বাণিজ্য নিয়ে আলোচনায় ব্যাপকভাবে জড়িত ছিলেন এবং সিনেটর হিসেবে একাধিকবার চীন সফর করেছেন।

১৯৯০-এর দশকে তিনি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল এর নির্বাহী হিসেবে কাজ করার সময় গুয়াংজু ও হংকংয়ে বসবাস করতেন।

আমেরিকান সিইওদের পরিচয় করিয়ে দেওয়ার সময় ডেইন্স বলেন, চীনে ব্যবসা করার ক্ষেত্রে ২৭৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে এই কোম্পানিগুলোর।

 

তিনি আরও বলেন, এই কোম্পানিগুলো এখানে দশকের পর দশক ধরে কাজ করছে, ব্যবসা বৃদ্ধি করছে। তাছাড়া ব্যবসায় সাফল্য তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

 

বেইজিং মার্কিন শুল্ক চাপ ও তার ধীরগতির দেশীয় অর্থনীতিক প্রবৃদ্ধিকে কাটিয়ে উঠতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করছে।

সূত্র: রয়টার্স