NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব‍্যাচ-চুরাশিয়ানদের ইফতার আয়োজন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব‍্যাচ-চুরাশিয়ানদের ইফতার আয়োজন

নিউইয়র্কের কুইন্সের পানসি রেস্টুরেন্টে গত ১৫ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো চুরাশিয়ানদের ইফতার আয়োজন। এতে নিউইয়র্কে অবস্থানরত এসএসসি ১৯৮৪ ব‍্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বিপুল সংখ্যক ব‍্যাচমেটসহ তাদের পরিবারের সদস‍্যগণ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ইফতার আয়োজন সম্পন্ন হয়।
নর্থ আমেরিকা চুরাশিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা শামস চৌধুরী রুশো-র আহবানে সাড়া দিয়ে বিকেল থেকেই চুরাশিয়ানরা হাজির হতে থাকেন। মুহূর্তের মধ্যে বিশাল মিলনমেলায় রুপ নেয়। অনেক বন্ধুকে একসাথে পেয়ে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। দোয়ার পর ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী দিয়ে সকলে ইফতার সম্পন্ন করেন।
মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই আয়োজনে অংশগ্রহণের জন‍্য রুশো সকলকে ধন্যবাদ জানান। লজিষ্টিক সাপোর্টের জন‍্য আবুল ফজল দিদারুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আলোচনায় অংশ নেন নাদির খান, মির্জা শওকত, শেখ ইয়াসমিন, নাসরিন চৌধুরী, কানিজ তাহমিনা, রাব্বি সাঈদ, মাহের আব্দুল্লাহ, হাসান মাহমুদ, মাসুদ ভূইঁয়া, দিদারুল ইসলাম, শেখ শাহিদ, শাহনাজ কাদির, সাবিরা করিম, জান্নাতুল ফেরদৌস সুরমা, সোহানা আহমেদ, হুমায়ুন কবির, কামরুল হাসান, শাহ মুজিবুর রহমান প্রমুখ।
আলোচনায় রমজানের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষাকে কাজে লাগিয়ে সহমর্মিতার মাধ্যমে পরিবার ও সমাজে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া, ১৯ জুলাই কানাডায় অনুষ্ঠিতব‍্য নর্থ আমেরিকা চুরাশিয়ান বার্ষিক মিলনমেলায় অংশগ্রহণ ও রেজিস্ট্রেশন বিষয়েও আলোচনা করা হয়।
সবশেষে সকলে মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার কল‍্যান কামনা করা হয়।