NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

মানুষের অনুভূতি বুঝে সাড়া দেবে হুয়াওয়েই’র নতুন মোবাইল ফোন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

মানুষের অনুভূতি বুঝে সাড়া দেবে হুয়াওয়েই’র নতুন মোবাইল ফোন

চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়েই বৃহস্পতিবার (২০ মার্চ) তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘পিউরা এক্স’ উন্মোচন করেছে, যা ‘মানুষের অনুভূতি’ বুঝতে সক্ষম বলে দাবি করা হয়েছে। মানুষের অনুভূতি শনাক্ত করতে এই মোবাইল ফোনে এআই কোম্পানি ডিপ সিকের সাপোর্ট থাকবে।

জানা গেছে, মোবাইল ফোনটি হুয়াওয়েই’র প্রথম পিউরা সিরিজের স্মার্টফোন, যা সম্পূর্ণভাবে গুগলের অ্যান্ড্রোয়েড ওএসের ওপর নির্ভরতা ছেড়ে হুয়াওয়ের নিজস্ব হারমনিওএসে কাজ করবে। একইসঙ্গে এটিতে হুয়াওয়েই ইনটেলিজেন্স ব্যবহার করা হয়েছে, যা অ্যাপল ইন্টেলিজেন্সের বিকল্প হিসেবে বাজারে আনা হয়েছে।

 

চাইনিজ এই ফোন নির্মাতা কোম্পানির দাবি, নতুন স্মার্টফোনের এআই সহকারী শুধু কমান্ড পালনের জন্য নয়, বরং প্রাকৃতিক কথোপকথন চালাতে ও ব্যবহারকারীর মনোভাব ও আবেগ বুঝতে সক্ষম হবে।

হুয়াওয়েই’র কনজ্যুমার বিজনেস গ্রুপের চেয়ারম্যান রিচার্ড ইউ বলেন, আমরা আমাদের এই আই সহকারীকে বড় ভাষা মডেল (এলএলএম) ব্যবহার করে কোটি কোটি ঘণ্টা প্রশিক্ষণ দিয়েছি, যা প্রথমবারের মতো মোবাইল ফোনের ভেতরেই ইনস্টল করা হয়েছে। এটি মানুষের মতোই স্বাভাবিক কথোপকথন চালাতে পারবে ও ব্যবহারকারীর মনের অবস্থা বুঝতে সক্ষম হবে।

 

হুয়াওয়েই’র লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও চীনা স্টার্টআপ ডিপসিকের জনপ্রিয় এআই মডেল দ্বারা প্রশিক্ষিত। এটি চীনে তৈরি অ্যাসেন্ড কম্পিউটিং প্ল্যাটফর্মে চলে, যা মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার বিকল্প হিসেবে বিবেচিত।

জানা গেছে, ‘হারমনিওএস নেক্সট’ অপারেটিং সিস্টেমকে সম্পূর্ণরূপে অ্যান্ড্রোয়েডের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চায় হুয়াওয়েই। শুধু স্মার্টফোন নয়, ল্যাপটপ, ট্যাবলেট, এমনকি গাড়িতেও এই অপারেটিং সিস্টেম ব্যবহারের পরিকল্পনা করছে কোম্পানিটি।

রিচার্ড ইউ বলেন, আমরা মে মাসে হারমনিওএস চালিত প্রথম নোটবুক উন্মোচন করবো। তাছাড়া এই অপারেটিং সিস্টেমটি এরই মধ্যে চীনের চেরি অটোমোবাইল ও সেরেস অটোমোবাইলের বৈদ্যুতিক গাড়িগুলোতে ব্যবহৃত হচ্ছে।

 

হুয়াওয়েই তাদের মোবাইল সার্ভিসকে (এইচএমএস) গুগল মোবাইল সার্ভিসের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। এরই মধ্যে কিছু বড় অ্যাপ তাদের অ্যাপগ্যালারিতে যুক্ত হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- রাইড-শেয়ারিং ও ফুড ডেলিভারি সার্ভিস সংক্রান্ত অ্যাপ গ্র্যাব, এমিরেটস (বিমান সংস্থা), বাইডু (সার্চ ইঞ্জিন), কিংসফট (মাইক্রোসফটের চীনা সংস্করণ), জেডি ডট কম (বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম), বিলিবিলি (ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম) ও আলিবাবার ডিংটক অ্যাপের হারমনিওএসের সংস্করণ এরই মধ্যে ১০ লাখেরও বেশিবার ডাউনলোড হয়েছে।

হুয়াওয়েই আরও ঘোষণা করেছে, টেনসেন্ট এর উইচ্যাট ও বাইটড্যান্সের ডাওইন (টিকটকের চীনা সংস্করণ) শিগগির তাদের অ্যাপগ্যালারিতে আরও বেশি ফিচার নিয়ে হাজির হবে। এ বিষয়ে রিচার্ড ইউ বলেন, আপনার স্মার্টফোনে কিছু অ্যাপ নাও থাকতে পারে, তবে দয়া করে ধৈর্য ধরুন। আমরা মার্চের শেষ নাগাদ বড় আপগ্রেড আনবো।

স্মার্টফোনের বৈশ্বিক বাজারে ফেরার লড়াই

 

হুয়াওয়েই ২০২৪ সালে প্রায় ৫ কোটি স্মার্টফোন সরবরাহ করেছে, যা বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারের চার শতাংশ। তবে এটি আগের তুলনায় অনেক কম।

২০১৯ সালে হুয়াওয়েই ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি, যার বাজার শেয়ার ছিল ১৭ শতাংশ। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে কোম্পানিটি চিপ উৎপাদন অংশীদারদের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা হারায়, যার ফলে তাদের বাজার সংকুচিত হয়ে যায়।

বর্তমানে হুয়াওয়েই’র বাজার বলতে গেলে চীনের মধ্যেই সীমাবদ্ধ। ২০২৩ সালে কোম্পানিটির ৯৫ শতাংশ স্মার্টফোন বিক্রি হয়েছে চীনে। তবে চীনের বাজারে হুয়াওয়েই’র অংশীদারত্ব ১৪ শতাংশ থেকে বেড়ে ১৭ শতাংশ হয়েছে।

 

বর্তমানে কোম্পানিটি তাদের গ্লোবাল স্মার্টফোন ব্যবসা পুনরুদ্ধার করতে চাইছে। তারা সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩ হাজার ডলার মূল্যের ত্রি-ফোল্ড স্মার্টফোন উন্মোচন করেছে। দুবাইতে মেট এক্স ৬ ও নোভা ১৩ উন্মোচন করেছে। হুয়াওয়েই’র লক্ষ্য হলো হারমনিওএস ও এআইচালিত স্মার্টফোনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নতুন করে প্রতিযোগিতা তৈরি করা।

সূত্র: নিক্কেই এশিয়া