NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

সেই মিলা হোসেনের সঙ্গে জুটি বাঁধলেন সাঞ্জু জন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

সেই মিলা হোসেনের সঙ্গে জুটি বাঁধলেন সাঞ্জু জন

দেশের এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। ২০০০ সালে তিনি ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক’ হয়ে শোবিজে পথচলা শুরু করেছিলেন। সে সময় মডেল হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এরপর তাকে দেখা যায় নাটক ও মিউজিক ভিডিওতেও।

একটা সময় লাপাত্তা হয়ে যান মিলা। খোঁজ মিলে তিনি আমেরিকায় থিতু হয়েছেন। ঢাকার আজিমপুরের মেয়ে মিলা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে যুকরাষ্ট্রে বসবাস করছেন স্বামী জাকারিয়া মাসুদ জিকোর সঙ্গে। তবে নিয়ম করে প্রতিবছরই একবার হলেও দেশে আসার চেষ্টা করেন। যখন দেশে আসেন তখন শোবিজে কিছু কাজ করেন।

 

এবারও অংশ নিলেন একটি মিউজিক ভিডিওতে। মারুফ আহমেদের লেখা ও উজ্জ্বল সিনহার সুর-সংগীতে ‘তোমার চোখে চোখ পড়তেই’ গানে মডেল হয়েছেন তিনি। গানটির মিউজিক ভিডিওতে মিলা হোসেনের সঙ্গে মডেল হয়েছেন এই প্রজন্মের নায়ক, মডেল সাঞ্জু জন।

গেল ১২ মার্চ রাজধা মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। মিউজি ভিডিওটির গল্প ও নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। গানটি গেয়েছেনও বিপ্লব। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কোনাল।

 

সেই মিলা হোসেনের সঙ্গে জুটি বাঁধলেন সাঞ্জু জন

এই গানে মডেল হওয়া প্রসঙ্গে মিলা হোসেন বলেন, ‘বিপ্লব দাদা এবং কোনালের গাওয়া তোমার চোখে চোখ পরতেই গানটি আমার কাছে খুব ভালো লেগেছে। একটা মিষ্টি প্রেমের রোমান্টিক গান। গানের কথা ও সুর শ্রোতাদের মুগ্ধ করবে। সাঞ্জু জন বেশ চঞ্চল ও পরিশ্রমী। কাজ করে ভালো লেগেছে।’

সাঞ্জু জন বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে আমি মিলা আপুর সঙ্গে কাজ করতে পেরেছি। এ জন্য অবশ্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিপ্লব দাদাকে। কারণ তার আন্তরিকতায় তারই উদ্যোগে একটি চমৎকার কাজ হলো।’

 

শিগগিরই গানটি দেখা যাবে বিপ্লব সাহা ও বিশ্বরঙের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।