NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

‘কৃষ ৪’ থেকে সরে দাঁড়ালেন পরিচালক-প্রযোজক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

‘কৃষ ৪’ থেকে সরে দাঁড়ালেন পরিচালক-প্রযোজক

হৃতিক রোশনের ‘কৃষ ৪’ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। দর্শকরাও মুখিয়ে আছেন সিনেমাটির জন্য। তবে মনে হচ্ছে, দর্শকদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে এই সিনেমার জন্য।

সূত্রের খবর, ‘কৃষ ৪’-এর ক্ষেত্রে বাজেট এখন অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

খবর অনুযায়ী, সিনেমটির বাজেট এত বেশি যে ছবিটি নির্মাণ করতে রাজি নয় কোনও প্রযোজক।

 

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, ‘কৃষ ৪’-এর জন্য অত্যাধিক বাজেটের প্রয়োজন এবং কোনো স্টুডিও ৭০০ কোটি রুপি বিনিয়োগ করার ঝুঁকি নিতে চাইছে না। প্রথমে হৃতিক রোশন তার বন্ধু সিদ্ধার্থ আনন্দকে ছবিটির জন্য প্রযোজনা সংস্থা খোঁজার দায়িত্ব দিয়েছিলেন। সিদ্ধার্থ আনন্দের এই ছবিটি প্রযোজনা করার কথা ছিল।

কিন্তু এখন জানা যাচ্ছে যে সিদ্ধার্থও এই প্রকল্প থেকে সরে গেছেন। 

 

সূত্রের খবর, শুধু সিদ্ধার্থ নন, ছবির পরিচালক করণ মালহোত্রাও ‘কৃষ ৪’ থেকে সরে গেছেন। খবর অনুযায়ী, ‘মার্ভেল’ ছবির যুগে কোনো স্টুডিও এত বড় বাজেট নিয়ে এগোতে চাইছেন না, তাই কৃষ ৪ তৈরি এখন অনিশ্চয়তায়! 

মুভি টকিজের একটি প্রতিবেদনে থেকে জানা গেছে, ‘কৃষ ৪’-এর জন্য ৭০০ কোটি বাজেটের প্রয়োজন নেই। তবে সিদ্ধার্থ এবং করণ যে ছবি থেকে সরে গেছেন সেকথা সঠিক বলেই নিশ্চিত করা হয়েছে।

 

 

উল্লেখ্য, রাকেশ রোশন আগের একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি পরিচালনার কাজ থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন এবং আর কোনো ছবি পরিচালনা করবেন না। তবে তিনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে ‘কৃষ ৪’-এর কাজ চলছে এবং শীঘ্রই এর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। কিন্তু পরিচালক বা প্রযোজক যদি সিনেমা থেকে সরে দাঁড়ান, তাহলে সিনেমার ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তা থেকে যায় বৈকি।