NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

ইউক্রেনে রুশ হামলায় ৪ সিরীয়সহ নিহত ৮


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

ইউক্রেনে রুশ হামলায় ৪ সিরীয়সহ নিহত ৮

ইউক্রেনে রাশিয়ার হামলায় বুধবার মধ্যরাতে মোট আটজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সিরিয়ার নাগরিক। পাশাপাশি একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

 

এদিকে দক্ষিণ ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে চারজন নিহত ও বার্বাডোসের পতাকাবাহী একটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। গভীর রাতে এই হামলা হয়, যখন ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করে ও রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিক আলোচনায় সম্মত হয়।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, হামলার সময় জাহাজটিতে আলজেরিয়ায় রপ্তানির জন্য শস্য বোঝাই করা হচ্ছিল।

ইউক্রেনের পুনর্গঠনবিষয়ক উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, চারজন নিহত হয়েছেন। তারা সবাই সিরিয়ার নাগরিক। নিহতদের মধ্যে সর্বকনিষ্ঠর বয়স ১৮, আর সবচেয়ে বয়স্ক ছিলেন ২৪ বছর বয়সী। এ ছাড়া আহত হয়েছেন আরো দুজন—একজন ইউক্রেনীয় ও একজন সিরীয়।

 

তিনি আরো বলেন, ‘রাশিয়া ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যার মধ্যে এমন বন্দরগুলোও রয়েছে, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

অন্যদিকে দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির নিজ শহর মধ্য ইউক্রেনের ক্রিভি রিহতে ৪৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।  

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া গত রাতে দেশটির বিভিন্ন স্থানে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং বিভিন্ন ধরনের ১৩৩টি ড্রোন পাঠায়, যার মধ্যে ইরানি তৈরি শাহেদ ধরনের আক্রমণ ড্রোনও ছিল। বিমান প্রতিরক্ষাব্যবস্থা ৯৮টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেছে তারা।

এ ছাড়া রাশিয়ার দোনেৎস্ক অঞ্চলের দাবীকৃত প্রসিকিউটররা জানিয়েছেন, রুশ হামলায় সেখানে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।

 

সূত্র : এএফপি