NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

যুক্তরাষ্ট্রে পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ করছে ট্রাম্প প্রশাসন?


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

যুক্তরাষ্ট্রে পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ করছে ট্রাম্প প্রশাসন?

পাকিস্তানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ হতে পারে, গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান। গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অবৈধ অভিবাসন ঠেকানোর অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন কিছু দেশের নাগরিকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে এবং পাকিস্তান সেই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে।

পরে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি নাগরিকদের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। তবে তাদের ভিসা আবেদন প্রক্রিয়ায় অধিকতর যাচাই-বাছাই করা হতে পারে।

 

এ বিষয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ ডনকে জানিয়েছেন, আমরা মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। তবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানকে ‘কমলা’ ক্যাটাগরিতে রাখা হতে পারে, যা নির্দিষ্ট কিছু ভিসার ওপর বিধিনিষেধ আরোপ করবে। এই শ্রেণির দেশগুলোর নাগরিকরা শুধু ব্যবসায়িক ভিসার জন্য আবেদন করতে পারবেন, তবে অভিবাসী বা পর্যটন ভিসার সুযোগ থাকবে না। এমনকি এই ভিসার মেয়াদও সংক্ষিপ্ত হতে পারে এবং আবেদনকারীদের অবশ্যই সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ বলেন, এটি শুধু সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে বলা হচ্ছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। আমরা এখনো নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একটি নতুন খসড়া প্রস্তাবে ‘রেড লিস্ট’ নামে একটি তালিকা তৈরির পরিকল্পনা করা হয়েছে, যেখানে অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।

 

এই তালিকায় মূলত আগের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে— কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।

প্রস্তাবিত খসড়ায় আফগানিস্তানের নাম যুক্ত করা হতে পারে, তবে পাকিস্তান এই তালিকায় রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত কিছু পাকিস্তানি শিক্ষার্থীকে তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশে ফেরার বিষয়ে সতর্ক করেছে। কারণ কর্তৃপক্ষ নিশ্চিত নয় যে, তারা আবার যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন কি না।

 

মার্কিন মুসলিম নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) গত সপ্তাহে পাকিস্তানসহ প্রায় এক ডজন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ছাড়তে নিষেধ করেছে, যতক্ষণ পর্যন্ত প্রশাসন আনুষ্ঠানিক ঘোষণা না দেয়।

সূত্র: ডন