NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

জার্মান জায়ান্টদের হারের রাত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

জার্মান জায়ান্টদের হারের রাত

শনিবার রাতটা ছিল জার্মান জায়ান্ট ক্লাবগুলোর জন্য বেশ ভয়ঙ্কর একটি রাত। বায়ার্ন মিউনিখ থেকে শুরু করে শীর্ষক্লাবগুলোর প্রায় সবাই পরাজিত হয়েছে এই রাতে। শীর্ষ তিন ক্লাব বায়ার্ন মিউনিখ, বায়ার লেভারকুসেন এবং বরুশিয়া ডর্টমুন্ড। তিনক্লাবই একই সঙ্গে একই রাতে পরাজিত হলো। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, তিনক্লাবই হেরেছে নিজেদের ঘরের মাঠে।

বায়ার্ন মিউনিখ ২-৩ গোলে হেরেছে ভিএফএল বোকামের কাছে। বায়ার লেভারকুসেন ০-২ গোলে হেরেছে ওয়েডার ব্রেমেনের কাছে এবং ০-১ গোলে অগসবার্গের কাছে হেরেছে বরুশিয়া ডর্টমুন্ড।

 

বায়ার্ন মিউনিখ ২:৩ ভিএফএল বোকাম

ঘরের মাঠ আলিয়াঞ্জ এরেনায় ম্যাচের ৪২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়েছিলো বায়ার্ন। লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন হোয়াও পালিনহা। তার আগেই অবশ্য ২-১ গোলে এগিয়েছিল বায়ার্ন।

 

ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। রাফায়েল গুয়েরেরো গোল করেন। ২৮তম মিনিটে সেই গুয়েরেরোই দ্বিতীয় গোল করে বায়ার্নকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

সেখান থেকে কেউ হারতে পারে এমন কল্পনাও কেউ করবে না। বিশেষ করে বায়ার্ন মিউনিখের মত দল ১৬তম স্থানে থাকা একটি দলের কাছে এভাবে হেরে যাবে, তা হয়তো কেউ কল্পনাও করবে না।

কিন্তু ৩১তম মিনিটে বোকাম একটি গোল পরিশোধ করে। জ্যাকব মেদিক গোলটি করেন। এরপর ৪২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন। এ সুযোগটাই কাজে লাগায় বোকাম। ৫১তম মিনিটে দলকে সমতায় ফেরান ইবরাহিম সিসোকো। ৭১ মিনিটে বোকামের জয়সূচক গোলটি করেন ম্যাটাস বেরো।

 

অবশ্য এই হারেও বায়ার্নের কোনো ক্ষতি হলো না। ২৫ ম্যাচে ৬১ পয়েন্ট বায়ার্নের। দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেনের পয়েন্ট ৫৩।

বরুশিয়া ডর্টমুন্ড ০:১ এফসি অগসবার্গ

ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে এফসি অগসবাগের কাছে হেরে যায় বরুশিয়া ডর্টমুন্ড। ২৩তম মিনিটে জেফরি গুয়েলেউ গোল করে অগসবার্গকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ওই এক গোলেই জয় তুলে নেয় অগসবার্গ। ২৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। সমান পয়েন্ট নিয়ে ১১তম স্থানে অগসবার্গ।

 

বায়ার লেভারকুসেন ০:২ ওয়েডার ব্রেমেন

 

ঘরের মাঠে হেরেছে বায়ার লেভারকুসেনও। ওয়েডার ব্রেমেনের কাছে দলটির পরাজয় ০-২ গোলে। ম্যাচের ৭ম মিনিটে গোল করেন রোমানো স্মিড। আর ইনজুরি সময়ে (৯০+৪ মিনিট) দ্বিতীয় গোল করেন জাস্টিন এনজিনমাহ। হারলেও ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকলো বায়ার লেভারকুসেন। ৩৩ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ওয়েডার ব্রেমেন।