NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

আজীবন সুখে থাকার জন্য আপনাদের দোয়া চাই: মেহজাবীন


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৫, ০১:৪২ এএম

আজীবন সুখে থাকার জন্য আপনাদের দোয়া চাই: মেহজাবীন

দীর্ঘদিনের প্রেমিক প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন লাক্স তারকা মেহজাবীন চৌধুরী। বেশ চুপিসারেই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি রেস্টুরেন্টে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেন তারা।

আজ সোমবার ঢাকার অদূরে একটি রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এদিন দুপুরে সামাজিক যোগাযগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে সম্পর্কের সিলমোহর দেন অভিনেত্রী।

 

মেহজাবীন চৌধুরী বলেন, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫-এ, আমরা আমাদের বন্ধন চিরতরে এক করে দিয়েছি, এই যাত্রা হাতে হাতে চলার প্রতিশ্রুতি দিয়ে। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি।

May be an image of 1 person, henna and wedding

এর পর তাদের প্রেমের সম্পর্কের শুরুর কথা বলতে গিয়ে তিনি বলেন, ২০১২ সালের ৯ এপ্রিল বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা একটি ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি একটি শুটিং হাউজের বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নেড়েছিলেন।

সেসময় আমরা মাত্র ১৫ মিনিটের জন্য কথা বলেছিলাম, করমর্দন করেছিলাম। সে চলে যাওয়ার সাথে সাথে অনুভব করেছি যে, আমার হৃদয়ের একটি টুকরো সে তার সঙ্গে করে নিয়ে গেছে। 

 

মেহজাবীন আরো বলেন, ১৩ বছর পরে আজ আমরা এখানে, একসাথে বেড়ে উঠছি, জীবনের প্রতিটি চরাই উতরাই একসঙ্গে অতিক্রম করছি। মানুষ বলে যে, সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়, আমরা এটিকে প্রায় দ্বিগুণ করেছি।

 

May be an image of 1 person, henna and wedding

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, নতুন এই অধ্যায় শুরু করার সাথে সাথে আমরা আজীবন সুখে এবং একত্রিত থাকার জন্য আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই।

এদিকে গতকাল অদূরে একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে তাদের গায়েহলুদ। মেহজাবীনের গায়েহলুদের ছবি প্রকাশ নিয়ে কড়া নিষেধাজ্ঞা ছিল। আমন্ত্রিত অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল যেন কেউ কোনো ছবি না তোলেন। মাইকে বার বার ঘোষণাও করা হয়।