NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

মুক্তি পেয়েছে সালমান-শাবনূরের সিনেমা


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৫৪ এএম

মুক্তি পেয়েছে সালমান-শাবনূরের সিনেমা

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ। নব্বই দশকের ঢাকাই সিনেমায় তিনি ধুমকেতুর মতো হাজির হয়েছিলেন। অল্প দিনের ক্যারিয়ারে তিনি জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন। হয়ে উঠেছেন কোটি তরুণীর স্বপ্নের নায়ক। ফ্যাশন, স্টাইল, সাবলীল অভিনয় ও সংলাপ ডেলিভারিতে তিনি অকাল মৃত্যুর ২৯ বছর পরও অনেক বেশি জীবন্ত দর্শকের হৃদয়ে।

মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ার শুরু করা সালমান অনেক নায়িকার সঙ্গেই হিট সিনেমা উপহার দিয়ে গেছেন। তবে তার সেরা জুটিটি গড়ে উঠেছিল ঢালিউডের সুপারহিট নায়িকা শাবনূরের সঙ্গে। সালমানের ক্যারিয়ারের সর্বাদিক সিনেমাও শাবনূরের সঙ্গেই। তার মধ্যে অন্যতম হিট সিনেমা ‘জীবন সংসার’।

 

গল্প, নির্মাণ, গানে-অভিনয়ে সমৃদ্ধ এ সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু। ছবিটিতে সালমান-শাবনূরের সঙ্গে সাদাকালো যুগের হিট জুটি ফারুক-ববিতাও অভিনয় করেছেন। চলচ্চিত্রটি ১৯৯৬ সালের ১৮ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি সে সময় ব্যবসা সফল হয়েছিল।

মুক্তি পেয়েছে সালমান-শাবনূরের সিনেমা

 

দীর্ঘদিন পর আবারও সিনেমাটি হলে মুক্তি পেয়েছে। এ প্রজন্মের অনেক দর্শক সালমান শাহকে পছন্দ করেন, ভালোবাসেন। তাকে নিয়ে গর্বও করেন। তারা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করেন সালমানের সিনেমা হলে বসে দেখতে পারেননি বলে। তাদের জন্য নতুন করে ‘জীবন সংসার’ মুক্তি পাওয়াটা দারুণ সুযোগ বলে মনে করেন পরিচালক জাকির হোসেন রাজু।

 

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর বিজিবি সিনেমা হলে সালমান শাহর ‘জীবন সংসার’ সিনেমাটি চলছে। এর আগে তারা সালমান-শাবনূরের ‘চাওয়া থেকে পাওয়া’ ছবিটিও মুক্তি দিয়েছিলেন। বিজিবি সিনেমা হলের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, ‘হলে আগের মতো দর্শক এখন আর আসেন না। সেটি নতুন সিনেমা চলুক আর পুরোনো সিনেমাই চলুক। দর্শক এখন আর আগের মতো সিনেমা দেখেন না। এর পরও আমাদের তো হল চালু রাখতে হয়। এ সপ্তাহে সালমান শাহর কালজয়ী সিনেমা ‘জীবন সংসার’ চলছে।’