NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

মোনালিসার বলিউড যাত্রা, প্রথম সিনেমায় পারিশ্রমিক পাচ্ছেন কত


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৫, ০৯:১৬ পিএম

মোনালিসার বলিউড যাত্রা, প্রথম সিনেমায় পারিশ্রমিক পাচ্ছেন কত

ভারতে অনুষ্ঠিত মহাকুম্ভ ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলের। খারগাঁওয়ের এ তরুণী এবার বলিউডে যাত্রা করতে যাচ্ছেন। শুরুতেই কত পারিশ্রমিক নিচ্ছেন এ নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে কৌতূহল দেখা যাচ্ছে।

জানা গেছে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমায় দেখা যাবে মোনালিসাকে। সংসারের অভাবের কারণে কুম্ভ মেলায় এসেই শোবিজ থেকে ডাক পেয়েছিলেন বিড়ালাক্ষী চোখের এ মালা বিক্রেতা। এর আগে জানা গেছে, তিনি নাকি আল্লু অর্জুনের নায়িকা হতে যাচ্ছেন। এমন জল্পনা-কল্পনার মাঝেই মোনালিসার বলিউডে অভিষেকের সংবাদ শোনা গেল।

 

প্রথম সিনেমায় মোটা অংকের পারিশ্রমিক পাচ্ছেন মহাকুম্ভের এ ভাইরাল হওয়া মোনালিসা। বলিউড সূত্রে জানা যাচ্ছে, ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমার জন্য ২১ লাখ রুপি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় ২৯ লাখ টাকারও বেশি। এরই মধ্যে অগ্রীম পারিশ্রমিক হিসেবে ১ লাখ রুপি দেওয়া হয়েছে মোনালিসাকে। এদিকে তার গ্ল্যামার রূপ দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।

লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া মানেই গ্ল্যামার। সেই গ্ল্যামারের ছোঁয়া লেগেছে মহাকুম্ভের মোনালিসার চেহারাতেও। সম্প্রতি এক অনুষ্ঠানেই তা অনুমান করা গেছে। মোনালিসার আকর্ষণীয় কোঁকড়া চুল, নজরকাড়া ঝকঝকে ত্বক। সেই সঙ্গে মুখে স্নিগ্ধ হাসি। বিড়ালাক্ষী চোখ এসব দিয়ে মোনালিসা এরই মধ্যেই ‘বলিউড রেডি’ অনুষ্ঠানে অংশ নিয়েও আলোচনায় এসেছেন।

 

jagonews24মোনালিসা ভোঁসলে। ছবি: সংগৃহীত

সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মহাকুম্ভের এ ভাইরাল তারকা। এ নির্মাতা এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমাটি তৈরি করেছিলেন। সেই নির্মাতার হাত ধরেই কেরালায় পাড়ি দিয়েছেন মোনালিসা।

 

 

সম্প্রতি নির্মাতার নিজের মাহেশ্বরের বাড়িতে ঘুরে এসেছেন এ ভাইরাল কন্যা। সেখান থেকে ছবি পোস্ট করে সনোজ মিশ্র মোনালিসার বলিউড যাত্রার সংবাদ দিয়েছেন। জানা গেছে, আগামী বছর ফেব্রুয়ারি থেকেই এ সিনেমার দৃশ্য ধারণের কাহ শুরু হবে। সিনেমাটিতে রাজকুমার রাওয়ের ভাইয়ের বিপরীতে মোনালিসা ভোঁসলে নায়িকার চরিত্রে অভিনয় করবেন।