NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

‘সানাম তেরি কাসাম’-এর পর ৩ সিনেমায় চুক্তি, তবু বলিউড ছাড়েন মাওরা!


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৫, ১০:৪৩ পিএম

‘সানাম তেরি কাসাম’-এর পর ৩ সিনেমায় চুক্তি, তবু বলিউড ছাড়েন মাওরা!

বড়পর্দায় মুক্তির পর সেভাবে সফলতা পায়নি। তবে টিভির পর্দায় আসার পর দর্শক মহলে ব্যাপক ঝড় তুলেছে যে সিনেমা, তার নাম ‘সানাম তেরি কাসাম’। রোমান্টিক-ড্রামা জনরার সিনেমাটি ৯ বছর পেরিয়েও প্রানবন্ত দর্শকহৃদয়ে। সিনেমায় সারুর চরিত্রে অভিনয় করে বলিউডে ব্যাপক সাড়া ফেলেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেন।

যদিও তখন এই সিনেমা বক্স অফিসে তেমন কোন সাফল্য অর্জন করতে পারেনি। তবে সাম্প্রতিক সময়ে পুনরায় মুক্তির পর বক্স অফিসে এটি দারুণ সাফল্য অর্জন করেছে। যার ফলে নতুন করে আলোচনায় সেই মাওরা।

 

এখন কোথায় সেই নায়িকা? এতোটা আলোচনায় আসার পরেও কেন আর কোনো বলিউড সিনেমায় দেখা যায়নি তাকে? এসব প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী নিজেই।

 


 

মাওরা হোসেন একজন পাকিস্তানি অভিনেত্রী। তবে ‘সানাম তেরি কাসাম’-এর পর মাওরা তিনটি ভারতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু বিভিন্ন কারণে সেগুলো আর আলোর মুখ দেখেনি। সম্প্রতি পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে, ক্যারিয়ারের অজানা গল্প তুলে ধরেন মাওরা।

এসময় তিনি জানান, তিনি সিনেমাগুলোর কাজ শুরু করেছিলেন, তবে কিছু কারণে তাকে সরে আসতে হয়। এই অভিনেত্রী আরও জানান, যেহেতু সেই প্রকল্পগুলোর অংশ হতে পারেননি, তাই সেগুলো নিয়ে কথা বলতে একেবারেই আগ্রহী নন মাওরা।

 


 

এসময় ‘সানাম তেরি কাসাম ২’-এ অভিনয়ের সম্ভাবনা নিয়ে অভিনেত্রী তার মতামত শেয়ার করেন। তিনি জানিয়েছেন, চরিত্রটিতে আবার ফিরতে তিনি আগ্রহী রয়েছেন, তবে অন্য কেউ যদি এই চরিত্রে অভিনয় করে তাতেও সমান খুশি হবেন এই সুন্দরী। মাওরা এই সিনেমার প্রযোজক দীপক মুকুটের প্রশংসা করেছেন এবং তার সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেছেন যে, সিক্যুয়েলটি আগেরটির চেয়েও বেশি সাফল্য অর্জন করবে, সেটাতে অভিনেত্রী থাকুন বা না থাকুন। 

 


 

অন্যদিকে, ‘ইন্ডিয়া ফোরামস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা রাধিকা রাও এবং বিনয় সপ্রু জানান যে, ‘সানাম তেরি কাসাম’ শুরু থেকেই দুই পর্বের গল্প হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। এসময় তারা নিশ্চিত করেছেন, এই সিনেমার সিক্যুয়ালের কাজ চলছে এবং এর গল্পকে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা চলছে। 

ব্যক্তিগত জীবনে সদ্যই বিয়ে করেছেন জনপ্রিয় পাকিস্তানি মডেল ও অভিনেত্রী মাওরা হোসেন। তার বর আমির গিলানিও পেশায় মডেল ও অভিনেতা। দুই পরিবারের উপস্থিতিতে পাকিস্তানের লাহোরের এক দুর্গে বিয়ে সারেন মাওরা ও আমির। ৫ বছরের প্রেমের সম্পর্ক ছিল তাঁদের।