NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

ইউরোপের উচিৎ বহুপাক্ষিকতা অনুশীলন ও জাতিসংঘের কর্তৃত্ব রক্ষা করা : ওয়াং ই


আন্তর্জাতিক : প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩৬ পিএম

ইউরোপের উচিৎ বহুপাক্ষিকতা অনুশীলন ও জাতিসংঘের কর্তৃত্ব রক্ষা করা : ওয়াং ই

 

 

 

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ১৬ই ফেব্রুয়ারি গত শনিবার মিউনিখে জার্মান চ্যান্সেল ওলাফ শোলৎজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 
সাক্ষাকাৎকালে ওয়াং ই বলেন, কৌশলগত অংশীদার হিসেবে, চীন ও জার্মানি এবং চীন ও ইউরোপের উচিত ঐক্য, সমন্বয় ও সহযোগিতা জোরদার করা, মুক্ত বাণিজ্য নীতি মেনে চলা, বহুপাক্ষিকতা অনুশীলন করা এবং জাতিসংঘের কর্তৃত্ব রক্ষা করা। বহুমেরু বিশ্বে জার্মানির গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বাগত জানায় চীন। চীন জার্মানীর সাথে সার্বিক সহযোগিতা আরও গভীর করতে, দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক উন্নয়নকে উৎসাহিত করতে, বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং একটি অশান্ত বিশ্বের জন্য আরও নিশ্চয়তা প্রদান করতে ইচ্ছুক। 


ওয়াং ই বলেন, এ বছর হলো দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। চীনা বৈদ্যুতিক যানবাহনের উপর ইইউ শুল্ক আরোপের বিষয়ে জার্মানির যুক্তিসঙ্গত এবং বাস্তববাদী মনোভাবের প্রশংসা করে চীন। আশা করা যায়, জার্মানি যত তাড়াতাড়ি সম্ভব চীন-ইইউ অর্থনৈতিক ও বাণিজ্য দ্বন্দ্বসহ বিভিন্ন সমস্যা সঠিকভাবে সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করবে।


শোলৎজ বলেন, জার্মানি চীনের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় ও সকল স্তরে চীনের সাথে বিনিময়, সংলাপ ও যোগাযোগ জোরদার করতে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কৌশলগত সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক। জার্মানি সুরক্ষাবাদের বিরোধিতা করে এবং শুল্কযুদ্ধের সাথে একমত নয়। ইইউ ও চীনের গঠনমূলক মনোভাব গ্রহণ করা, যত তাড়াতাড়ি সম্ভব বৈদ্যুতিক যানবাহন নিয়ে বিরোধ সঠিকভাবে সমাধান করা এবং যৌথভাবে মুক্ত-বাণিজ্য ব্যবস্থা বজায় রাখার আশা প্রকাশ করে জার্মানি। তাঁরা ইউক্রেনের সংঘর্ষ নিয়ে মত বিনিময় করেন। 

সূত্র: ছাই-হাশিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।