NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা, হতাহত ৪


খবর   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৫, ০৪:৩৯ পিএম

আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা, হতাহত ৪

আফগানিস্তানের নগর উন্নয়ন ও গৃহায়ন মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলায় একজন নিহত ও কমপক্ষে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তালেবান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী মন্ত্রণালয়ে প্রবেশ করতে চেয়েছিল। এ সময় নিরাপত্তা বাহিনীর একজন তাকে গুলি করে। তারপর বিস্ফোরণের কারণে কাছে থাকা একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

 

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে সহিংসতার ঘটনা কমেছে। তবে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী প্রায়ই তাদের শাসনকে চ্যালেঞ্জ করে বন্দুক ও বোমা হামলা চালিয়ে আসছে।

নাম প্রকাশ না করার শর্তে কাবুলের জরুরি হাসপাতালের একজন চিকিৎসক এএফপিকে বলেছেন, বিস্ফোরণের পর পাঁচ থেকে ছয়জনকে এখানে নিয়ে আসা হয়েছে।

 

বৃহস্পতিবারের হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো পক্ষাই দায় স্বীকার করেনি।

তবে ডিসেম্বরে তালেবান সরকারের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিকে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে হত্যার দায় স্বীকার করেছিল আইএস।

বুধবার এই গোষ্ঠীটি উত্তর আফগানিস্তানের একটি ব্যাংকে হামলারও দাবি করেছে। যেখানে আটজন নিহত হয়।

 

২০২৩ সালে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আইএসের হামলায় ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল।

ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবান সরকার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে এবং বিশ্লেষকরা বলছেন যে তারা ব্যাপক অভিযানের মাধ্যমে আইএসকে দমন করতে কিছুটা সাফল্য পেয়েছে।

 

আফগানিস্তানে ইসলামিক স্টেট গ্রুপের আঞ্চলিক শাখা। যা ইসলামিক স্টেট খোরাসান নামে পরিচিত। এটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

 

সূত্র: এমএসএম