NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

৯৭তম অস্কারে চূড়ান্ত মনোনয়ন পেল যেসব সিনেমা


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৬ এএম

৯৭তম অস্কারে চূড়ান্ত মনোনয়ন পেল যেসব সিনেমা

অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৯৭তম অস্কারের জন্য তিনটি প্রধান ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনীতদের নাম ঘোষণা করেছে। গেল ২৩ জানুয়ারি পুরস্কারের জন্য প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছিল অ্যাকাডেমি।

মোট ২৩টি ক্যাটাগরিতে ২২০টি পৃথক মনোনয়ন দেওয়া হয়। সেখান থেকে তিনটি প্রধান বিভাগে চূড়ান্তভাবে মনোনীত সিনেমাগুলোকে বাছাই করা হয়েছে।

 

বেস্ট পিকচার:
দ্য ব্রুটালিস্ট (এ২৪)
নিক গর্ডন, ব্রায়ান ইয়ং, অ্যান্ড্রু মোরিসন, ডি.জে. গুগেনহেইম, এবং ব্র্যাডি কোরবেট, প্রযোজক

এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স)
পাসকাল কাশেতিউক্স এবং জ্যাকস অডিয়ারের, প্রযোজক

 

আই’ম স্টিল হিয়ার (সনি পিকচারস ক্লাসিকস)
মারিয়া কারলোটা ব্রুনো এবং রড্রিগো টেইক্সেইরা, প্রযোজক

নিকেল বয়েজ (ওরিওন পিকচারস/অ্যামাজন এমজিএম স্টুডিওস)
ডেডি গার্ডনার, জেরেমি ক্লাইনার, এবং জস্লিন বার্নস, প্রযোজক

দ্য সাবস্ট্যান্স (মুবি)
করালি ফার্গ্যাট, টিম বেভান, এবং এরিক ফেলনার

 

অ্যানিমেটেড ফিচার ফিল্ম:
ফ্লো (সাইডশো/জানুস ফিল্মস)
পরিচালক : গিন্টস জিলবালডিস। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন মাটিস কাজা, রন ডাইন্স, এবং গ্রেগরি জাল্কম্যান।

ওয়ালেস এন্ড গ্রোমিট: ভেঞ্জেন্স মোস্ট ফাউল (নেটফ্লিক্স)
পরিচালক : নিক পার্ক ও মারলিন ক্রসিংহ্যাম। প্রযোজক : রিচার্ড বিক। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন হোয়াইটহেড, পিটার কে, লরেন প্যাটেল, রীস শিয়ার্সমিথ।

ডকুমেন্টারি ফিচার ফিল্ম:
সুগারকেন (ন্যাশনাল জিওগ্রাফিক ডকুমেন্টারি ফিল্মস)
জুলিয়ান ব্রেভ নইসক্যাট, এমিলি ক্যাসি, এবং কেলেন কুইন

 

চূড়ান্ত মনোনীত তালিকা থেকে বিজয়ী নির্বাচিত করতে অ্যাকাডেমির সদস্যরা ১১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩টি ক্যাটাগরিতে ভোট দিতে পারবেন। আগামী ২ মার্চ ক্যালিফোর্নিয়ায় ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কার। নানা মাধ্যমের সৌজন্যে ২০০টিরও বেশি দেশে সম্প্রচারিত হবে অস্কার প্রদান অনুষ্ঠান।