NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

বইমেলায় হট্টগোল বন্ধ থাকবে সব্যসাচীর স্টল, তসলিমার বই রাখায় হবে মামলা


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫৪ পিএম

বইমেলায় হট্টগোল বন্ধ থাকবে সব্যসাচীর স্টল, তসলিমার বই রাখায় হবে মামলা

তসলিমা নাসরিনের বই রাখায় বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী প্রকাশনা’র স্টলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সব্যসাচীর প্রকাশক শতাব্দী ভবকে আটক করে পুলিশ।

পুলিশ বলছে, আপাতত সব্যসাচী প্রকাশনার স্টল বন্ধ থাকবে। যতটুকু অপরাধ সেই অপরাধের মামলা হবে।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বইমেলায় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলা একাডেমির সঙ্গে কথা হয়েছে, আপাতত ১২৮ নম্বর স্টলটি বন্ধ থাকবে। সব্যসাচীর প্রকাশক শতাব্দী ভবকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। তিনি যতটুকু অপরাধ করেছেন সেই অপরাধে মামলা হবে।

 

রমনা বিভাগের ডিসি আরও বলেন, ঐতিহ্যবাহী বইমেলা যেন কালিমালিপ্ত না হয় এজন্য সবাই চেষ্টা করবো।

এর আগে, সোমবার সন্ধ্যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকা ‘সব্যসাচী’ নামের স্টলে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে হট্টগোল হয়। এই স্টলের বিরুদ্ধে নাস্তিকতা প্রচারের অভিযোগ তুলে সেটি গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে রোববার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দেওয়া হয়েছিল। এরপর সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলো।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, তসলিমা নাসরিনের বই বিক্রি করা দেখে সব্যসাচীর স্টলে ভিড় করে একদল লোক। লেখক শতাব্দী ভব তখন সেখানেই বসে ছিলেন। তসলিমা নাসরিনের বই কেন বিক্রি করছেন এমন প্রশ্নকে কেন্দ্র করে তাদের মধ্যে হট্টগোল হয়। এক পর্যায়ে শতাব্দী ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজিত জনতা তাকে মারতে যায়। এ সময় তাকে ক্ষমা চাওয়ার দাবিও ওঠে। এক পর্যায়ে এ লেখক হাতজোড় করে ক্ষমা চান। পরে পুলিশ তাকে আটক করে।