NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

আ. লীগ-ছাত্রলীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না : নাহিদ ইসলাম


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫৫ পিএম

আ. লীগ-ছাত্রলীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না : নাহিদ ইসলাম

আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না জানিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘এদের আইনের মধ্য দিয়েই কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

সোমবার (১০ ফেব্রুয়ারি) টিএসসি গ্রাউন্ডে জুলাই বিল্পবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ‘দ্য হিরোস অব ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসররা আস্ফালনের চেষ্টা করছে। আইনের মাধ্যমে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

এটি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এটা আমরা অবশ্যই রক্ষা করব।’

 


 

তিনি আরো বলেন, ‘অভ্যুত্থান এখনো আমাদের শেষ হয়নি, আন্দোলনের ধরন হয়তো পরিবর্তন হবে। কিন্তু আমাদের যে লড়াই সেটা এখনো শেষ হয়নি।

জুলাইকে ভুলে যাবেন না। জুলাইয়ের চেতনা এখনো শেষ হয়ে যায়নি।’

 

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে শুধু লীগের নয়, সব দলের এবং এমনকি অভিযুক্ত সমন্বয়ক হলেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।