খবর প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৩ এএম
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাই ঘোষণাপত্র কোনো আইনি নয়, আমাদের রাজনৈতিক অটুট ঐক্যের দলিল।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সাংবাদিকরা জুলাই সনদের সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে আসিফ নজরুল বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপি একটি ঘোষণাপত্র প্রস্তুত করেছেন। তারা জানিয়েছেন, ওই ঘোষণাপত্রটি তারা তাদের জোট সঙ্গীদের দিয়েছেন। তাদের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি চূড়ান্ত করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বসবেন।
আইন উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যথেষ্ট সংযম, ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিচ্ছেন। রাজনৈতিক অটল ঐক্যের দলিল চূড়ান্ত করার প্রক্রিয়াকে বেগবান করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান।