NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

বইমেলায় আজহারির নতুন বই—‘একনজরে কুরআন’


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৪২ পিএম

বইমেলায় আজহারির নতুন বই—‘একনজরে কুরআন’

এবারের একুশে বইমেলায় জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির একটি বই এসেছে। বইটির নাম ‘একনজরে কুরআন’। বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, কুরআন যত পড়া হয়, কুরআনের বক্তব্যগুলো ততই জীবন্ত মনে হয়।

মহিমান্বিত এ গ্রন্থটি মানুষকে তার চিন্তার জানালা প্রসারিত করতে বলেছে। আরো বলেছেন, কুরআনি বার্তাগুলো গভীরভাবে অনুধাবন করতে। তাই এর পঠন-পাঠনকে সহজবোধ্য করতে একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হচ্ছে আমার দীর্ঘ পরিশ্রমের এক প্রয়াস—‘একনজরে কুরআন’। 

 

ব্যতিক্রমধর্মী এ বইতে কুরআনের সারনির্যাসকে ভিজ্যুয়াল ও ইনফোগ্রাফিক ফরম্যাটে উপস্থাপন করা হয়েছে।

অর্থাৎ গতানুগতিক অনুবাদ বা তাফসির নয়, বরং কুরআনের মূল শিক্ষা, প্রধান থিম, জীবনঘনিষ্ঠ বার্তাগুলোসহ বহুমাত্রিক চিন্তাকে এমনভাবে এখানে সাজানো হয়েছে, যাতে পাঠক অল্প সময়েই প্রতিটি সুরার মূলকথা ও সংযোগ বুঝতে পারেন। এতে কুরআনের আয়াতসমূহের পারস্পরিক সংযোগ, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মহান ইমামদের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। প্রতিটি সুরার শেষে, তাদাব্বুর ও কেস স্টাডির মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে কুরআনের সম্পর্ককে করা হয়েছে আরো স্পষ্ট।

 

‘একনজরে কুরআন’-এর মাধ্যমে বর্তমান যুগের নানা শ্রেণি-পেশার পাঠকরা যেন কুরআনের মূল বক্তব্য সহজে বুঝতে পারেন, সেটিই এই বইয়ের মূল উদ্দেশ্য।

বইটি গবেষকদের জন্য যেমন সহায়ক হবে, তেমনই সাধারণ পাঠকের জন্যও কুরআনকে একেবারে আপন করে তুলবে। কারণ কুরআনের জ্ঞান বিশ্লেষণধর্মী হলেও এর আবেদন সর্বজনীন।

 

এ বইয়ের মাধ্যমে কুরআনের আয়াত ও সূরাগুলোকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ সৃষ্টি হবে। শুধু তা-ই নয়, ‘একনজরে কুরআন’ বইটি কুরআনের প্রতি আপনার ভালোবাসাও বাড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি। ঝরঝরে বাংলায় মাইন্ড ম্যাপিং করে সাজানো এই গ্রন্থটি কুরআনের প্রতি আমাদের প্রচলিত মাইন্ডসেটই পালটে দেবে, ইনশাআল্লাহ।