ইরান সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তরের প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে একে ‘জাতিগত নিধনের’ শামিল বলে সতর্ক করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ী বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনিদের ‘আত্মনিয়ন্ত্রণের অধিকার সুরক্ষায় সহায়তা করা...জাতিগত নিধনের শামিল যেকোনো ধারণার ওপর চাপ দেওয়ার পরিবর্তে।’
বাকায়ীর এই মন্তব্য ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এসেছে, যেখানে তিনি একাধিকবার গাজা উপত্যকা ‘পরিষ্কার’ করে সেখানকার জনগণকে মিসর ও জর্দানে স্থানান্তরের ধারণা উত্থাপন করেছেন।
বাকায়ী বলেছেন, ‘গাজা পরিষ্কার করা...গাজা উপত্যকা ও পুরো ফিলিস্তিনকে ঔপনিবেশিকভাবে মুছে ফেলার অংশ।