NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

ইলন মাস্কের ঘোষণা ইউএসএআইডি বন্ধে সম্মতি দিয়েছেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৫, ০১:৫৭ এএম

ইলন মাস্কের ঘোষণা ইউএসএআইডি বন্ধে সম্মতি দিয়েছেন ট্রাম্প

মার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে সরকারি ব্যয় সংকোচনের দায়িত্বে থাকা মাস্ক সোমবার (৩ ফেব্রুয়ারি) এই তথ্য জানান।

স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক আলোচনায় জানান, ট্রাম্প প্রশাসনের নতুন ব্যয় সংকোচন বিষয়ক সংস্থা ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই) ইউএসএআইডি বন্ধের উদ্যোগ নিয়েছে।

 

তিনি বলেন, ইউএসএআইডি এখন আর সংস্কারের উপযোগী নয়। তাই একে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। প্রেসিডেন্ট ট্রাম্পও এই উদ্যোগকে সমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন মাস্ক।

 

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহান্তে ইউএসএআইডির দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা মাস্কের ডিওজিই প্রতিনিধি দলের সদস্যদের ইউএসএআইডির সংরক্ষিত এলাকায় প্রবেশে বাধা দিয়েছিলেন বলে জানা গেছে।

২০২৩ অর্থবছরে ইউএসএআইডির বিশ্বব্যাপী ১ হাজার ৭২ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিয়েছিল। নারীদের স্বাস্থ্য, বিশুদ্ধ পানি সরবরাহ, এইচআইভি/এইডস চিকিৎসা, জ্বালানি নিরাপত্তা ও দুর্নীতিবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করা হয়।

জাতিসংঘের তথ্যমতে, ২০২৪ সালে বৈশ্বিক মানবিক সহায়তার শতকরা ৪২ ভাগই ইউএসএআইডি থেকে এসেছিল। সংস্থাটির কর্মী সংখ্যা ১০ হাজারেরও বেশি।

 

ট্রাম্প প্রশাসন এরই মধ্যে বিশ্বব্যাপী মার্কিন সহায়তা কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছে। এর ফলে থাইল্যান্ডের শরণার্থী শিবিরের হাসপাতাল, যুদ্ধবিধ্বস্ত এলাকায় স্থলমাইন অপসারণ এবং এইচআইভি চিকিৎসার মতো কর্মসূচি বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরকারি ব্যয় কমানো প্রসঙ্গে মাস্ক দাবি করেন, ২০২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি এক ট্রিলিয়ন ডলার কমানো সম্ভব। তবে তিনি এই হিসাবের কোনো প্রমাণ দেননি।

এদিকে, মাস্ক ও তার দলকে যুক্তরাষ্ট্রের কোষাগার বিভাগের অর্থপ্রদানের কেন্দ্রীয় ব্যবস্থায় প্রবেশাধিকার দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিনেটর পিটার ওয়েলচ। তিনি বলেন, এটি করদাতাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর হুমকি সৃষ্টি করেছে।

 

তবে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্কের উদ্যোগকে সমর্থন করেছেন। তিনি বলেন, মাস্ক একজন চৌকস মানুষ, বড় ধরনের খরচ কমানোর দক্ষতা তার রয়েছে।

 

প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে, মাস্কের দল যুক্তরাষ্ট্রের সরকারি মানবসম্পদ সংস্থা ‘অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট’ (ওপিএম)-এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে বলে জানা গেছে। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রথম ১১ দিনে বহু সরকারি কর্মচারী বরখাস্ত ও স্থানচ্যুত হয়েছেন।

সূত্র: রয়টার্স