NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

কেন খাঁচায় বন্দি বুবলী, জানা যাবে রোজার ঈদে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:০০ এএম

কেন খাঁচায় বন্দি বুবলী, জানা যাবে রোজার ঈদে

ঢালিউডে নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। নতুন বছরের শুরুতে তিনি হাজির হলেন নতুন সিনেমার পোস্টারে। সেখানে তাকে দেখা গেলো খাঁচায় বন্দি তিনি। পোস্টারটি বেশ রহস্য ছড়িয়েছে। নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের।

বুবলী কাজ করছেন ‘পিনিক’ নামের সিনেমায়। আসছে রোজার ঈদ টার্গেট করে সিনেমাটি তৈরি হচ্ছে। এ ছবিরই দ্বিতীয় পোস্টার প্রকাশ হয়েছে গতকাল। এর আগে ছবিটির ফার্স্ট লুক পোস্টারে আদর আজাদকে দেখা গিয়েছিল বিশাল অস্ত্র ভাণ্ডারের সামনে। এবার বুবলী এলেন খাঁচা বন্দি হয়ে। কিন্তু কেন? সেই উত্তর এখনই দিতে রাজি নন বুবলী। বললেন, “গল্পটা বেশ ইন্টারেস্টিং। চরিত্রগুলোও ইউনিক। রহস্য আছে। সব প্রশ্নের জবাব মিলবে রোজার ঈদে ‘পিনিক’ মুক্তির পর।”

 

জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ ছবির গল্পে থাকবে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স, মিস্ট্রি। এটিকে পরিচালক মনস্তাত্ত্বিক থ্রিলার বলে পরিচিত করতে চান। তার ভাষ্য, ‘ছবিটি দর্শককে একটা ঘোরের জগতে নিয়ে যাবে। অনেক ভাবনার মধ্য দিয়ে বিনোদন দেবে।’

ছবির পোস্টার নিয়ে বুবলী বলেন, ‘অনেকদিন ধরে চাচ্ছিলাম এমন চরিত্রে অভিনয় করতে, যা দেখে দর্শক চমকে উঠবে। পিনিকে আমার চরিত্রটি তেমনই। দুটি পোস্টারেই পরিচালক আভাস দিয়েছেন রহস্যময় গল্প নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। আমি কাজটা করে খুব উপভোগ করছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শককে মুগ্ধ করবে।’

 

 

ছবির প্রযোজক আশরাফ কিটো। এর চিত্রনাট্য তৈরি করেছেন আখিউজ্জামান মেনন। বুবলী-আজাদের সঙ্গে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, নবাগত কেয়া আল জান্নাহসহ অনেকে।

 

পরিচালক জাহিদ জুয়েল বলেন, কক্সবাজারে হচ্ছে ‘পিনিক’ ছবির শুটিং। সবকিছু শেষ করে ওঠতে পারলে আসছে রোজার ঈদে সিনেমাটি দেশের সিনেমাহলগুলোতে মুক্তি পাবে।