NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

নতুন বছরে দর্শক মাতাবে পাকিস্তানি যে পাঁচ ড্রামা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৩০ পিএম

নতুন বছরে দর্শক মাতাবে পাকিস্তানি যে পাঁচ ড্রামা

বর্তমানে বিনোদনপ্রেমী মানুষের কাছে সবচেয়ে পছন্দের কন্টেন্ট হলো সিরিজ। মার্কিন, ভারতীয় কিংবা কোরিয়ান সিরিজের জয়জয়কার সব জায়গায়। বিশেষ করে উপমহাদেশের দর্শকদের কাছে বরাবরই পছন্দের ছিল ভারতীয় সিরিজ। তবে বিগত কয়েক বছরে সিরিজের জগতে বেশ বড়সর উত্থান হয়েছে পাকিস্তানি সিরিজের।

উপমহাদেশের মধ্যে ছোটপর্দার জন্য অনুষ্ঠান তৈরিতে বেশ এগিয়ে পাকিস্তান। দেশটির বিনোদন ইন্ডাস্ট্রি মূলত টিকিয়ে রেখেছে টেলিভিশনের নাটক এবং সিরিয়ালগুলো। পাকিস্তানি নাটক-সিরিয়াল দেশটির সীমানা পেরিয়ে এখণ ভারতেও দারুণ জনপ্রিয়। বাংলাদেশেও অনেক দর্শক অনলাইনে পাকিস্তানি এসব কনটেন্ট দেখেন।

 

নতুন বছরেও পর্দায় আসছে পাকিস্তানের কিছু প্রতীক্ষিত সিরিজ। যেগুলো ঘিরে ইতোমধ্যে দর্শক আগ্রহ তুঙ্গে। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি ড্রামা সিরিজ যেগুলো এ বছর দর্শক মাতাবে।

হামরাজ
হামরাজ এমন একটি পাকিস্তানি ড্রামা, যা দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি প্রতীক্ষিত।

আয়েজা খান এবং ফিরোজ খানের মধ্যে চমৎকার রসায়ন এবং রোমাঞ্চকর গল্প দর্শকদের মোহিত করবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, আয়েজা এবং ফিরোজ বর্তমানে এই প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত। দর্শকরাও হামরাজ দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

 

ফারুক রিন্দের পরিচালনায় এতে অভিনয় করেছেন আয়েজা খান এবং ফিরোজ খান।


 


না চুরা সাকোগে দামান
বহুগুণে গুনান্বিত ফারহান সাঈদ।

সুরেলা কণ্ঠের জন্য যেমন বিখ্যাত, তেমনি অভিনয়ের দক্ষতাও দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। এবার ‘না চুরা সাকোগে দামান’-এর মাধ্যমে আবার পর্দায় ফিরছেন এ গায়ক-অভিনেতা। তার সঙ্গে থাকছেন কিনজা হাশমি। এই নতুন জুটির রসায়ন দেখার জন্য ভক্তরা বেশ উৎসাহী। 

 

আসাদ মুমতাজের পরিচালনায় এই রোমান্টিক গল্পে আরও অভিনয় করেছেন সেলিম মেরাজ, আলি তাহির, রশিদ ফারুকি, রানা মজিদ খান এবং নেহা খান।

সাঁওয়াল ইয়ার পিয়া
‘সাঁওয়াল ইয়ার পিয়া’ লিখেছেন বিখ্যাত লেখক হাশিম নাদিম। এতে অভিনয় করছেন দূর-এ-ফিশান সেলিম এবং আহমেদ আলী আকবর। দূর-এ-ফিশান ইতিমধ্যে তার অসাধারণ অভিনয়ের জন্য আলোচিত, এবং এই ড্রামায় তার অভিনয় দেখার অপেক্ষায় দর্শকরা। প্রজেক্টটি প্রথমে ফিরোজ খান, ইকরা আজিজ, এবং ইমরান আশরাফকে অফার করা হয়েছিল, তবে ইকরা ফিরোজ খানের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানান।

এতে অভিনয় করেছেন দূর-এ-ফিশান সেলিম এবং আহমেদ আলী আকবর।


 

খুন বাহা
‘তেরে বিন ২’ দেখতে দর্শকরা যেমন উন্মুখ, তেমনি ‘খুন বাহা’ নামের এই নতুন ড্রামা দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে। এই ড্রামায় ইয়ুমনা জাইদি এবং তার ‘নায়াব’ সহ-অভিনেতা উসামা খানকে একসঙ্গে দেখা যাবে। এতে আরও অভিনয় করছেন সাকিনা সামো, তাজিন হোসেন, দীপক পরওয়ানি এবং নামির খান।

রাবিয়া রায্জাকের লেখায় ড্রামাটিতে অভিনয় করেছেন ইয়ুমনা জাইদি এবং উসামা খান।

শায়ের
প্রেম, ক্ষতি এবং মুক্তির মতো গভীর বিষয়বস্তুতে দর্শকদের ডু্বিয়ে রাখতে আসছে শায়ের। যদিও গল্পের সুনির্দিষ্ট দিকগুলি রহস্যময় রাখা হয়েছে, তবে ড্রামাটিতে জটিল সম্পর্ক এবং বহুমুখী চরিত্রের একটি টেপেস্ট্রি তৈরি হবে বলে আশা করা হচ্ছে। প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন সারাহ খান এবং দানিশ তেইমুর। গল্পটি দক্ষ লেখক জানজাবিল আসিম শাহ লিখেছেন এবং এর সুরেলা সাউন্ডট্র্যাকটি গেয়েছেন জনপ্রিয় গায়ক ফালাক শব্বির।